Published : 29 Nov 2024, 05:01 PM
রাঙামাটির রাজস্থলী উপজেলায় পর্যটকবাহী বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন চার জন।
শুক্রবার ১১টা ৪৫ মিনিটের দিকে চন্দ্রঘোনা থানাধীন বাঙালহালিয়া ডাকবাংলো এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল।
নিহত পাই মে মারমা (৪০) সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়দের বরাতে ওসি জানান, বান্দরবান থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসা অটোরিকশাটি বাঙালহালিয়া ডাকবাংলো পাড়ায় এলাকায় পৌঁছালে বান্দরবানগামী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
“এসময় সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলে পাইমে মারমা নামে ওই নারী নিহত হন। গুরুতর আহত হন অটোরিকশার চালকসহ চার যাত্রী।”
খবর পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর পর্যটকবাহী বাসের চালক ও হেলপারকে আটক এবং গাড়িটি জব্দ করেছে পুলিশ। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।