Published : 18 Oct 2023, 06:28 PM
সাতক্ষীরা সদর থেকে ৩১টি সোনার বারসহ দুই যুবককে আটক করেছে বিজিবি। এ ছাড়া তাদের কাছে থেকে জব্দ করা হয়েছে দুইটি মোটরসাইকেল।
বুধবার সকালে সদর উপজেলা বৈকারী সরদার পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয় বলে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মো. আশরাফুল হক জানান।
আটকরা হলেন- সদর উপজেলার বৈকারী পাড়ার সজীব সরদার (২২) ও মো. তুহিন (২০)।
আশরাফুল জানান, গোপন খবর পেয়ে সকাল ৭টার দিকে বৈকারী বিওপির সীমান্ত পিলার থেকে প্রায় ১ কিলোমিটার অভ্যন্তরে অভিযান চালায় বিজিবি। এ সময় সন্দেহভাজন দুটি মোটরসাইকেল আটক করা হয়। পরে মোটরসাইকেল তল্লাশি করে ৩১টি সোনার বার পাওয়া যায়।
জব্দ করা সোনার ওজন সাত কেজি ৩৫৮ গ্রাম; যার মূল্য প্রায় ছয় কোটি ৩১ লাখ টাকা বলে জানান তিনি।
আটকদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে; আর জব্দ করা সোনা সাতক্ষীরা ট্রেজারি শাখায় জমা করা হবে বলে জানান লেফটেনেন্ট কর্নেল আশরাফুল।
[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে:ফেইসবুক লিংক]