Published : 13 Dec 2023, 01:32 PM
নাটোরের গুরুদাসপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধে বাকবিতণ্ডার সময় এক রসুন ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার সকাল সাড়ে ৬টার দিকে চাপিলার পশ্চিম নওয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান গুরুদাসপুর থানার ওসি মো. উজ্জল হোসেন।
মারা যাওয়া সাইফুল ইসলাম নওয়াপাড়া গ্রামের প্রয়াত আবু বক্কর সিদ্দিক এর ছেলে। ৪০ বছর বয়সী সাইফুল পেশায় রসুন ব্যবসায়ী।
স্থানীয়দের বরাতে ওসি উজ্জল বলেন, সকালে সাইফুলের সঙ্গে পশ্চিম নওয়াপাড়া এলাকায় জমি নিয়ে বাকবিতণ্ডা বাধে একই এলাকার তারাজুলের ছেলে সোহেলের। এ সময় দু’জনেই উত্তেজিত হয়ে পড়লে হঠাৎ অসুস্থ হয়ে সাইফুল মাটিতে পড়ে যান।
“স্বজনরা উদ্ধার করে মৌখাড়া বাজারের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
ওসি আরও বলেন, সাইফুল ইসলামের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।