Published : 05 Jun 2023, 03:46 PM
কক্সবাজারের উখিয়া উপজেলার আশ্রয় শিবিরে এক রোহিঙ্গা তরুণকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার ভোরে উপজেলার কুতুপালং ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জানান উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
নিহত বশির আহম্মদ (১৯) ওই ক্যাম্পের রহমত উল্যাহর ছেলে।
ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ভোরে ওই ক্যাম্পে অস্ত্রধারী অজ্ঞাত সন্ত্রাসী বশিরকে ধরে গলায় গুলি করে। বশিরের মৃত্যু নিশ্চিত হলে তারা পালিয়ে যান।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি আরও বলেন, “ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গাদের কয়েকটি সন্ত্রাসী গ্রুপ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।”
পুলিশ জানায়, চলতি বছরের এপ্রিল পর্যন্ত প্রথম চার মাসে রোহিঙ্গা ক্যাম্পে ৩৫টি খুনের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৩১টি হত্যা মামলা এবং ১২টি হত্যাচেষ্টা মামলা হয়েছে।