Published : 05 Nov 2022, 03:44 PM
পঞ্চগড় সদর উপজেলায় ‘খাবারের সন্ধানে লোকালয়ে আসা’ একটি হনুমান উদ্ধার করেছে বনবিভাগ।
শুক্রবার রাতে সাতমেরা ইউনিয়নের শীতলি হাসনা গ্রামের একটি আখ ক্ষেত থেকে হনুমানটিকে উদ্ধার করা হয় বলে বনবিভাগের সদর উপজেলা বিট কর্মকর্তা সুলতান মাহমুদ জানান।
বনবিভাগের কর্মকর্তা আরও বলেন, “সম্ভবত পার্শ্ববর্তী দেশ ভারত থেকে কাঁটাতারের বেড়া ডিঙ্গিয়ে শুক্রবার বিকেলে হনুমানটি পঞ্চগডের সীমান্ত এলাকায় প্রবেশ করে। ঘুরে বেড়ানোর সময় হনুমানটি লোকজনের চোখে পড়ে। প্রায় চার ঘণ্টা দৌড়াদৌড়ির পর হনুমানটি একটি আখ ক্ষেতে আশ্রয় নেয়।
পরে লোকজন হনুমানটি আটক করে একজনের বাড়িতে রাখে। রাতে সেটি উদ্ধার করে বনবিভাগ। হনুমানটি দৌড়ে ক্লান্ত হয়ে পড়ায় খাবার দেওয়া হয়েছে। এর স্বাস্থ্য পরীক্ষা করা হবে। তারপর চিকিৎসকের পরামর্শ নিয়ে বনবিভাগ হনুমানটি অবমুক্ত করার ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
বিট কর্মকর্তা সুলতান মাহমুদ বলেন, “প্রাণীটি মুখপোড়া হনুমান বলে আমরা নিশ্চিত হয়েছি। এর বয়স তিন থেকে চার বছর হতে পারে। ধারণা করা হচ্ছে, খাবারের সন্ধানে হনুমানটি ভারতের সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।”
পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুল হক বলেন, হনুমানটির খবর পেয়ে তিনি বিষয়টি বনবিভাগকে জানান। পরে বনবিভাগের কর্মকর্তারা গিয়ে হনুমানটি উদ্ধার করেন।