Published : 21 Aug 2023, 09:30 PM
বরিশালে একটি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপকের বিরুদ্ধে ৫০ লাখ টাকা নিয়ে উধাও হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় সোমবার বিকালে ব্যবস্থাপক ও তার পরিবারের ছয় সদস্যকে আসামি করে মুলাদী থানায় অভিযোগ করা হয়েছে বলে জানান মুলাদী থানার ওসি মো. মাহবুবুর রহমান।
ব্যবস্থাপক লিমন খান হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কোলচর গ্রামের আবদুল মন্নান খানের ছেলে। তিনি মেসার্স দেওয়ান এন্টারপ্রাইজের ব্যবস্থাপক ছিলেন। দেওয়ান এন্টারপ্রাইজ মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ‘নগদ’-এর মুলাদী, হিজলা ও কাজীরহাট উপজেলার পরিবেশক। এর মালিক জাহিদ দেওয়ান।
থানায় দেওয়া অভিযোগে লিমন খান, তার বাবা আবদুল মন্নান খান, মা তাহমিনা বেগম, স্ত্রী তাসলিমা দোলা, শ্যালক বুলবুল ও নাজমুল নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও চারজনকে আসামি করা হয়েছে।
পরিবেশক জিহাদ দেওয়ানের ভাই আজিম দেওয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্যবস্থাপক পদে গত দুই বছর ধরে দায়িত্ব পালন করে আসছেন লিমন। নগদের এজেন্টদের কাছ থেকে টাকা তোলার পর প্রতিদিনের হিসাব সন্ধ্যায় বুঝিয়ে দিতেন তিনি। রোববার সন্ধ্যার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এমনকি তার মোবাইলও বন্ধ রয়েছে।
“পরে খোঁজ নিয়ে জানতে পারি, ইসলামী ব্যাংকের মুলাদী শাখা থেকে ভাইয়ের স্বাক্ষর জাল করে নয় লাখ টাকা উত্তোলন করেছেন। সব মিলিয়ে ৫০ লাখ ৬৩ হাজার ৯৮ টাকা নিয়ে উধাও হয়েছেন লিমন।”
এ ছাড়া লিমন পূবালী ব্যাংকের মুলাদী শাখা থেকেও টাকা নিয়েছেন বলে জানান আজিম দেওয়ান।
এ বিষয়ে পূবালী ব্যাংকের মুলাদী শাখার ব্যবস্থাপক মো. মাহফুজুর রহমান বলেন, “আমাদের কাছ থেকে সাত লাখ টাকা নিয়েছেন লিমন।”
এ বিষয়ে লিমন খানের বাবা আবদুল মন্নান খান ও স্ত্রী দোলা বলেছেন, তারা কিছু জানেন না। লিমন কোথায় আছে তাও বলতে পারেন না।
মুলাদী থানার ওসি মো. মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টির তদন্ত চলছে। তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।”