Published : 11 Mar 2024, 10:31 PM
পটুয়াখালীর বাউফল উপজেলায় গুলিবিদ্ধ এক কিশোর মারা গেছে; এ ঘটনায় তার বড় ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
সোমবার দুপুরে আটকের স্বীকারোক্তি অনুযায়ী তাদের বাড়ির রান্নাঘর থেকে গুলিভর্তি একটি পিস্তল উদ্ধার করা হয়েছে বলে বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন জানিয়েছেন।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সূর্য্যমনি ইউনিয়নের সূর্য্যমনি গ্রামে ওই কিশোর গুলিবিদ্ধ হয়। রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায় বলে জানান ওসি।
নিহত মো. সাব্বির হোসেন (১৫) ওই গ্রামের মো. বাবুল সওদাগরের ছেলে। সে সূর্য্যমনি নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছিল। আটক সজীব হোসেন (২২) সাব্বিরের বড় ভাই।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সাব্বির শারীরিক প্রতিবন্ধী হওয়ায় তার দুই হাতে সমস্যা ছিল। রোববার সকাল সাড়ে ৮টার দিকে সাব্বির আহত হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়ে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বিদ্যুতের তারে জড়িয়ে সে আহত হয়েছে। পরে সাব্বিরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নেওয়া হয়।
সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রোববার রাতে সাব্বিরের মৃত্যু হয়।
ওসি শোনিত কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাব্বিরকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর জানা যায় সে গুলিবিদ্ধ। তখন থেকে সজীবকে পর্যবেক্ষণে রাখা এবং জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়।
“পরে তার স্বীকারোক্তি অনুযায়ী তাদের বাড়ির রান্নাঘরের শুকনা পাতার বস্তা থেকে পাঁচটি গুলিসহ একটি বিদেশি পিস্তল ও একটি খালি খোসা উদ্ধার করা হয়।”
সাব্বিরের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
ওসি শোনিত কুমার বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তবে সঠিক তথ্য উদঘাটনের স্বার্থে বেশি কিছু বলা যাচ্ছে না।