Published : 21 Dec 2023, 03:25 PM
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী বেশি থাকায় ভোট প্রতিদ্বন্দ্বিতামূলক হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান।
বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জে জেলা প্রশাসন আয়োজিত বিশেষ আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ব্যালট পেপার প্রসঙ্গে ইসি আনিছুর বলেন, “যেখানে দুর্গম পাহাড়ি কিংবা হাওর বেষ্টিত এলাকা রয়েছে তাদের ব্যাপারে আগামী ৩১ জানুয়ারির মধ্যে স্ব স্ব রিটার্নিং কর্মকর্তারা সহকারী রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে প্রতিবেদন পাঠাবে।
“সেই অনুযায়ী ভোটের আগের দিন পর্যাপ্ত নিরাপত্তার মাধ্যমে ব্যালট পেপার পাঠানো হবে। এ নিয়ে দুঃশ্চিন্তার কোনো কারণ নেই।”
তিনি আরো বলেন, “সংবাদ সংগ্রহকালে যদি কোনো সাংবাদিকের ওপর হামলা বা ক্যামেরা ভাঙচুর হয় তা হলে দ্রুত তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ সময় সভায় সিলেট বিভাগের ডিআইজি শাহ মিজান শফিউর রহমান, বিভাগীয় অতিরিক্ত কমিশনার মো. আসিব আহসান, হবিগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেবী চন্দ ও পুলিশ সুপার মো. আক্তার হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।