Published : 05 Jan 2023, 10:24 AM
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ট্রাকচাপায় অজ্ঞাত পরিচয় এক নারীর প্রাণ গেছে।
কাশিয়ানী থানার ওসি মো. ফিরোজ আলম জানান, বৃহস্পতিবার ভোরে উপজেলার খায়েরহাট বেলতলা এলাকার কাশিয়ানী-বোয়ালমারী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর বয়স ৪০ বছর বলে পুলিশ ধারণা করছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি।
ওসি বলেন, কাশিয়ানী-বোয়ালমারী সড়ক পার হওয়ার সময় ফরিদপুরের বোয়ালমারীগামী একটি মিনি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।
খবর পেয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।