ইংলিশ ফুটবল
Published : 07 Mar 2025, 09:49 PM
বিশ্বকাপ বাছাইয়ে আসছে দুই ম্যাচের আগে আর্জেন্টিনার জন্য সুখবর। চোট কাটিয়ে তিন পাস পর ক্লাব টটেনহ্যাম হটস্পারের হয়ে মাঠে ফিরছেন বিশ্বকাপ জয়ী ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো।
গত ৮ ডিসেম্বর প্রিমিয়ার লিগে চেলসির বিপক্ষে ৪-৩ গোলে হারের ম্যাচে ঊরুতে চোট পান ২৬ বছর বয়সী এই ফুটবলার। তারপর থেকে কোনো ম্যাচ তিনি খেলেননি।
ইউরোপা লিগে শেষ ষোলোর প্রথম লেগে ডাচ ক্লাব এজেড ওকমার বিপক্ষে ম্যাচের জন্য দলের সঙ্গে নেদারল্যান্ডসে যান রোমেরো। ম্যাচটি দিয়ে তিনি ও আরেক ডিফেন্ডার মিকি ফন দে ফেন ফিরতে পারে বলে ধারণা করা হচ্ছিল। তবে বৃহস্পতিবার টটেনহ্যামের ১-০ গোলে হারের ওই ম্যাচের পুরোটা সময় বেঞ্চেই ছিলেন তারা।
তাদের না খেলানোর কারণ তুলে ধরে শুক্রবার টটেনহ্যাম কোচ এনজ পোস্টেকোগ্লু বলেন, আগামী রোববার প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে ফিরবেন এই দুজন।
“আগের দিন রাতে আমি যখন মাঠ দেখছিলাম, তখনই প্রায় সিদ্ধান্ত নিয়ে ফেলি যে, তাদের নিয়ে ঝুঁকি নেব না। মাঠ ভালো ছিল না… তাদের খেলানোর কথা ভাবব, এমন ম্যাচ ছিল না এটা। তবে বাড়তি দুদিন অনুশীলনের সুযোগ পাওয়ায় এখন আশা করি, দুজনই (বোর্নমাউথের বিপক্ষে) খেলার জন্য প্রস্তুত।”
২০২৬ সালের বিশ্বকাপ বাছাইয়ে আগামী ২২ মার্চ উরুগুয়ের মাঠে খেলবে আর্জেন্টিনা। চার দিন পর ঘরের মাঠে খেলবে ব্রাজিলের বিপক্ষে। ম্যাচ দুটির জন্য কদিন আগে রোমেরোকে নিয়েই প্রাথমিক দল ঘোষণা করে বিশ্ব চ্যাম্পিয়নরা।
১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে চূড়ায় আছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উরুগুয়ে। ১৮ পয়েন্ট নিয়ে পাঁচে আছে ব্রাজিল।