ইতালিয়ান ফুটবল
Published : 01 Sep 2024, 05:36 PM
এক বছরের একটু বেশি সময় আগে, যার অসাধারণ নৈপুণ্যে ঐতিহাসিক সেরি আ জয়ের উৎসবে মেতেছিল নাপোলি, সেই ভিক্টর ওসিমেন এবার দলটির স্কোয়াডেই জায়গা পেলেন না। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, সামনের দিনগুলোয় তার মাঠে নামা নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
২০২২-২৩ মৌসুমে সেরি আয় ৩২ ম্যাচে ২৬ গোল করে ৩৩ বছর পর নাপোলির প্রথম লিগ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। ওই মৌসুমে ইতালিয়ান শীর্ষ লিগের সর্বোচ্চ গোলস্কোরার ছিলেন তিনি। ২০২৩ সালে আফ্রিকার বর্ষসেরা ফুটবলারও নির্বাচিত হন এই নাইজেরিয়ান ফুটবলার।
২৫ বছর বয়সী এই তারকাকে ছাড়াই এই মৌসুমের সেরি আর জন্য ২৩ সদস্যের স্কোয়াড নিবন্ধন করে ফেলেছে নাপোলি।
গত ডিসেম্বরে নাপোলির সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ান ওসিমেন। তবে, ওই বছর ঘুরতেই তার নাপোলি ছাড়ার গুঞ্জন ডালপালা মেলতে শুরু করে। গত জানুয়ারিতে নিজেও সেই ইঙ্গিত দেন। পরের মাসে ক্লাবটির পক্ষ থেকেও পরিষ্কার করে দেওয়া হয়, ২০২৩-২৪ মৌসুম শেষে ক্লাব ছেড়ে যাবেন ওসিমেন।
ওসিমেনকে পেতে চেলসি আগ্রহী ছিল বলে সংবাদমাধ্যমে খবর আসে। কিন্তু তার প্রত্যাশিত বেতনের সঙ্গে চেলসির প্রস্তাব মেলেনি। তাকে পেতে আগ্রহী ছিল সৌদি প্রো লিগের ক্লাব আল আহলিও; কিন্তু তাদের প্রস্তাব পছন্দ হয়নি নাপোলির।
এসব জটিলতার মাঝেই ইতালি ও ইংল্যান্ডে গত শুক্রবার শেষ হয়ে গেছে গ্রীষ্মের দলবদলের বাজার। ওসিমেনকে বিক্রি করতে না পারলেও, আক্রমণভাগে তার শূন্যতা পূরণে অভিজ্ঞ স্ট্রাইকার রোমেলু লুকাকুকে দলে টেনেছে নাপোলি।
নতুন দলের হয়ে অভিষেকটা দারুণ হয়েছে বেলজিয়ান তারকার। শনিবার সেরি আয় পার্মার বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়ার পর নাপোলির ২-১ ব্যবধানে জয়ের পথে একটি গোল করেন লুকাকু।
ম্যাচের পর নাপোলি কোচ আন্তোনিও কন্তে স্বীকার করে নেন, ওসিমনের জন্য কোনো দল খুঁজে না পাওয়াটা নাপোলির ট্রান্সফার উইন্ডোতে একটা ব্যর্থতা হিসেবেই ধরা হবে।
“কেবল আগের দলকে নতুন করে গড়ে তোলার জন্যই আমরা নতুন ফুটবলার চুক্তিভুক্ত করিনি, স্কোয়াডের শূন্যতা পূরণের জন্যও সেটা করা হয়েছে, এবং এতে আমি আমার ক্লাবের প্রতি খুশি।”
“ওসিমেনকে যদি আমরা বিক্রি করতে পারতাম, তাহলে পরিস্থিতি আরও ভালো হতে পারত। কিন্তু যা হয়েছে এখন আর সেটা পরিবর্তন করা যাবে না এবং আমাদের এগিয়ে যেতে হবে।”
ইউরোপের দলবদলের মৌসুম শেষের আগেই নতুন মৌসুম শুরু হয়ে যাওয়া নিয়ে সমালোচনা আছে আগে থেকেই। কন্তেও বিষয়টা নিয়ে আবার ক্ষোভ প্রকাশ করলেন। আশা প্রকাশ করলেন, সামনে হয়তো এটার কোনো সমাধান হবে।
ওসিমেনকে ঘিরে উদ্ভুত পরিস্থিতি নিয়ে সরাসরি কিছু বলেননি তিনি।
“যারা ভবিষ্যতে দল ছেড়ে যাবে, তাদেরকেও কোচদের অনুশীলন করাতে হবে এবং যাদের সঙ্গে আমরা কখনও কাজ করিনি তাদের জন্যও অপেক্ষা করতে হবে।”
লিগ শিরোপা ধরে রাখার অভিযানে নেমে গত মৌসুমটা ভীষণ বাজে কাটে নাপোলির। দশম স্থানে থেকে আসর শেষ করে তারা।
আর এবার লিগের প্রথম তিন ম্যাচে দুটি জিতে ৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে নাপোলি।