ইংলিশ ফুটবল
Published : 12 May 2025, 05:00 PM
চোটের থাবায় জেরবার আক্রমণভাগ, এর মধ্যে আবার নিকোলাস জ্যাকসন দেখেছেন লাল কার্ড। মৌসুমের শেষটায় এসে চরম স্ট্রাইকার সংকটে পড়েছে চেলসি। আছে লিগ টেবিলে ওপরের দিকে থাকার তাড়া। পরিস্থিতির চাপে দলটির কোচ এন্টসো মারেস্কা যেন ক্ষোভ ঝাড়লেন জ্যাকসনের ওপর।
ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যাচে রোববার নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ২-০ গোলে হারে চেলসি। ওই ম্যাচেই ৩৬তম মিনিটে ফাউল করেন জ্যাকসন, ভিএআর পরীক্ষার পর তাকে লাল কার্ড দেন রেফারি। ফলে লিগের বাকি দুই রাউন্ডে খেলতে পারবেন না তিনি।
কেবল জ্যাকসনই নয়, ক্রিস্টোফার এনকুকু চোটের কারণে রয়েছেন মাঠের বাইরে। মার্ক গুইই এখনও পুরোপুরি সেরে ওঠেননি। মারেস্কার হাতে তাই এ মুহূর্তে আক্রমণভাগের নেতৃত্ব দেওয়ার মতো কেউই নেই!
লিগের শেষ দুই ম্যাচে আগামী শুক্রবার ম্যানচেস্টার ইউনাইটেড এবং এরপর ২৫ মে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে খেলবে চেলসি। এই দুই ম্যাচে নড়বড়ে আক্রমণভাগ নিয়ে খেলতে হবে বলে চিন্তিত মারেস্কা।
“আমি নিকোর সাথে কথা বলিনি, এটি কথা বলার মুহূর্তও নয়। কাল আমরা কথা বলব। কোনো সন্দেহ নেই যে, এই ঘটনা থেকে তাকে শিখতে হবে, বিশেষ করে মৌসুমের এই পর্যায়ে এসে।”
“এই বিষয়গুলো এড়িয়ে যেতে হবে। স্কোয়াডের সবাইকে পেতে হবে। কিন্তু এটা ঘটল এবং সে খেলতে পারবে না। আশা করি, ভবিষ্যতের জন্য সে এই ঘটনা থেকে শিখবে।”
লিগ টেবিলে বর্তমানে পঞ্চম স্থানে আছে চেলসি। তাতে চ্যাম্পিয়ন্স লিগের পরের মৌসুমে খেলার দুয়ার খোলা আছে তাদের সামনে। কিন্তু তাদের পিছু লেগে আছে অ্যাস্টন ভিলা ও নটিংহ্যাম ফরেস্ট। চেলসির সমান পয়েন্ট নিয়ে ভিলা গোল ব্যবধানে ও নটিংহ্যাম ১ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে। টেবিলের উত্তাপও অনুভব করতে পারছেন মারেস্কা।
“জ্যাকসন আমাদের নাম্বার নাইন, অন্য আরেকজন মার্ক গুইই, যে তিন মাস ধরে চোটে ভুগছে। তবে সে মাঠে ফেরার খুব কাছাকাছি আছে। আমাদের ভিন্ন একটা সমাধানের পথ খুঁজে বের করা প্রয়োজন। আমার মনে হচ্ছে, চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করতে আমাদের এই দুটি ম্যাচ জেতা প্রয়োজন।”