বাংলাদেশ প্রিমিয়ার লিগ
Published : 23 May 2025, 10:29 PM
টানা ব্যর্থতায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে আগেই অবনমন নিশ্চিত হয়েছিল চট্টগ্রাম আবাহনীর। এবার কাগজে-কলমে টিকে থাকা ক্ষীণ আশা শেষ হয়ে গেল ঢাকা ওয়ান্ডারার্সের। তাদের হতাশায় ডুবিয়ে শীর্ষ লিগে এ যাত্রায় টিকে গেছে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব।
গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে শুক্রবার অবনমন এড়ানোর লড়াইয়ে ওয়ান্ডারার্সকে ২-১ গোলে হারিয়েছে ফকিরেরপুল।
বেন ইব্রাহিমের জোড়া গোলে ফকিরেরপুল এগিয়ে যাওয়ার পর ৮০তম মিনিটে একটি গোল শোধ করেন খুশান গানিজনোভ।
এই জয়ে ১৭ ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে লিগের পরের মৌসুমে টিকে গেল ফকিরেরপুল। সমান ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে অবনমিত হলো ওয়ান্ডারার্স, প্রায় দুই দশক পর চলতি মৌসুমে শীর্ষ পর্যায়ে ফিরেছিল তারা। দুই দলেরই লিগে বাকি আছে আর একটি করে ম্যাচ।
১৬ ম্যাচের ১৫টিতে হেরে ৩ পয়েন্ট নিয়ে তলানিতে চট্টগ্রাম আবাহনী। প্রিমিয়ার লিগে ফেরার লড়াইয়ে ২০২৫-২৬ মৌসুমে ওয়ান্ডারার্স ও চট্টগ্রাম আবাহনীকে খেলতে হবে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে।
ঘরোয়া ফুটবলের দ্বিতীয় স্তরের টুর্নামেন্ট চ্যাম্পিয়নশিপ লিগে পিডব্লিউডি ১৭ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে সেরা হয়েছে আগেই। তারা ফিরছে শীর্ষ লিগে। এক ম্যাচ বাকি থাকায় পয়েন্ট আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ আছে তাদের সামনে।
২০২১-২২ মৌসুমে পাতানো ম্যাচ কেলেংকারিতে জড়িয়ে লিগ থেকে ছিটকে সিনিয়র ডিভিশন ফুটবলে (প্রথম বিভাগ ফুটবল) নেমে যাওয়া আরামবাগ এবারের চ্যাম্পিয়নশিপ লিগে রানার্সআপ হয়েছে। ১৮ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে তারাও ফিরছে ২০২৫-২৬ মৌসুমের শীর্ষ লিগে।