Published : 08 May 2025, 04:28 PM
ছোটবেলা থেকে ডেভিড বেকহ্যামের একটাই স্বপ্ন ছিল-রেয়াল মাদ্রিদে খেলবেন। যদি ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে অন্য কোথাও যেতে হয়, তাহলে সেই ক্লাব হতে হবে রেয়ালই। কিন্তু ইউনাইটেড যে তাকে ‘বেঁচে দিয়েছিল’ বার্সেলোনার কাছে! পুরান সেই স্মৃতি আওড়ে ডেভিড বেকহ্যাম জানালেন, কিভাবে ওল্ড ট্র্যাফোর্ড থেকে সান্তিয়াগো বের্নাবেউয়ের প্রিয় আঙিনায় এসেছিলেন তিনি।
এত পুরোনো প্রসঙ্গ ফের আলোচনায় এসেছে ক্লাসিকোর কারণে। রোববার লা লিগায় মুখোমুখি হবে বার্সেলোনা ও রেয়াল মাদ্রিদ। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ সামনে রেখে বেকহ্যাম ফিরে গেলেন অতীতে। সিবিএস স্পোর্টসে জানালেন, ইউনাইটেড ছেড়ে ২০০৩ সালে রেয়ালে যোগ দেওয়ার গল্প।
“আমার দল সবসময়ই ছিল রেয়াল মাদ্রিদ। এটা মজার ঘটনা যে, ম্যানচেস্টার ইউনাইটেড আমাকে বার্সেলোনার কাছে বেঁচে দিয়েছিল। তখন আমি ছুটিতে ছিলাম এবং পিটার কেনিওন (ইউনাইটেডের ডিরেক্টর) আমাকে ফোন করে বলল, তারা বার্সেলোনার প্রস্তাবে সম্মত হয়েছে এবং আমি তাকে বললাম, ‘যদি তোমরা আমাকে বিক্রি করে দিতে চাও, তাহলে আমি একটা ক্লাবেই যেতে চাই, সেটা রেয়াল মাদ্রিদ।‘”
“ছোটবেলা থেকে সবসময় আমার স্বপ্নই ছিল রেয়ালের হয়ে খেলার। যদিও ভাবিনি আমাকে ইউনাইটেড ছাড়তে হবে, কিন্তু যদি ইউনাইটেড ছেড়ে যেতেই হয়, তাহলে আমি মাদ্রিদে যেতে চেয়েছিলাম। যদি ইউনাইটেড চায়, আমাকে চলে যেতে হবে, তাহলে সেই ক্লাবটি হতে হবে মাদ্রিদ। এ কারণে ইউনাইটেডকে পিছু হটতে হয়েছিল। দেড় দিনের মধ্যে রেয়ালে যাওয়ার এবং বার্সেলোনার না যাওয়ার বন্দোবস্তো হয়ে গেল।”
২০০৩ থেকে ২০০৭ পর্যন্ত রেয়ালে ছিলেন বেকহ্যাম। এই সময়ের মাদ্রিদের দলটির হয়ে জিতেছিলেন একটি করে লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ। ওই বছর রেয়ালের রাডারে ছিলেন বেকহ্যাম ও পিএসজিতে খেলা রোনালদিনিয়ো। সেসময় বার্সেলোনার নতুন সভাপতি হুয়ান লাপোর্তা ভীষণ আগ্রহী ছিলেন বেকহ্যামকে দলে নিতে। কেননা, এই ইংলিশ তারকাকে আনার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে বাজিমাত করেছিলেন তিনি।
প্রতিশ্রুতি পূরণের দ্বোরগোড়ায় পৌঁছেও বেকহ্যামের অনিচ্ছার কারণে শেষ পর্যন্ত লাপোর্তার চাওয়া পূরণ হয়নি। পরে বার্সেলোনা দলে টানে রোনালদিনিয়োকে। অবশ্য এই ব্রাজিলিয়ান তারকার পা পড়তে পারত রেয়ালের আঙিনায়। তারাও চেয়েছিল রোনালদো, রবের্তো কার্লোসের সাথে রোনালদিনিয়ো ত্রয়ী মেলাতে।
এই চাওয়া পূরণ করতে হলে রেয়ালকে সেসময় অপেক্ষা করতে হতো ২০০৪ পর্যন্ত, কিন্তু রোনালদিনিয়ো চাইছিলেন পিএসজি ছাড়তে। বার্সেলোনার প্রস্তাব তাই লুফে নেন তিনি।