Published : 19 Jun 2023, 08:33 PM
অনেক স্বপ্ন নিয়ে এদেন আজার রিয়াল মাদ্রিদে যোগ দিলেও তার পূরণ হয়নি কিছুই। একের পর এক চোটের আঘাত আর ফর্মহীনতায় সেখানে মাঠের চেয়ে তার সময় বেশি কাটে মাঠের বাইরেই। ‘অসহনীয়’ চারটি বছর পর সম্প্রতি স্প্যানিশ ক্লাবটিকে বিদায় জানান তিনি। এখন আছেন দলহীন। তবে অবসরের ভাবনা নেই বেলজিয়ান ফরোয়ার্ডের।
কাতার বিশ্বকাপে দলগত ও ব্যক্তিগত হতাশাজনক পারফরম্যান্সের পর জাতীয় দলকে বিদায় জানানো আজার বলেছেন, সামনে নতুন চ্যালেঞ্জ নিতে এবং খেলা চালিয়ে যেতে চান তিনি।
চলতি মাসে এক বছর মেয়াদ বাকি থাকতে পারস্পরিক সমঝোতায় রিয়ালের সঙ্গে চুক্তি ভেঙে দেন আজার।
২০১৯ সালে চেলসি থেকে রিয়ালে যোগ দিয়েছিলেন আজার, ১১ কোটি ডলার ট্রান্সফার ফিতে। তাকে নিয়ে স্পেনের সফলতম ক্লাবটির প্রত্যাশা ছিল অনেক। তবে বারবার চোটের আঘাতে অসংখ্য ম্যাচ মিস করেন ৩২ বছর বয়সী এই ফুটবলার। আবার চোট থেকে যখন ফিরেছেন তখন আবার খুঁজে পাননি ছন্দ। সবশেষ দুই মৌসুমে ফিট থাকলেও তাকে তেমন একটা মাঠেই নামননি কোচ কার্লো আনচেলত্তি।
ক্লাব ফুটবলে নতুন ঠিকানার সন্ধানে থাকা আজার কাতার বিশ্বকাপের পর বিদায় জানিয়ে দেন জাতীয় দলকে। গত রোববার ইউরো ২০২৪-এর বাছাইয়ে বেলজিয়াম ও অস্ট্রিয়ার ১-১ ড্র ম্যাচে উপস্থিত ছিলেন সাবেক চেলসি তারকা। সেখানে সাবেক সতীর্থ, স্টাফ ও সমর্থকরা আজারকে সম্মাননা জানান।
বেলজিয়ামের সংবাদমাধ্যম আরটিবিএফকে সেদিনই দেওয়া সাক্ষাৎকারে আজার বলেছেন, বুটজোড়া তুলে রাখার সময় এখনও হয়নি তার।
“আমার মনে হয়, এখনও আমি পেশাদার ফুটবলার হিসেবে এগিয়ে যেতে পারি। আমার শরীর সেই ভার নিতে পারবে।“
এরপর একটু যেন মজা করেই আজার বলেন, “আমি দুই বা তিন বছর ধরে বিশ্রাম নিচ্ছি, তাই আমার মধ্যে এখনও কিছুটা শক্তি আছে!”
“আমি (মাঠের বাইরে থেকে) খেলা দেখতে পছন্দ করি না। একজন খেলোয়াড় হিসেবে বিষয়টি হতাশাজনক। প্রত্যেক খেলোয়াড় সবসময় দলকে সাহায্য করতে চায়। সত্যি বলতে, আমি এখনও (আমার ভবিষ্যত নিয়ে) কিছু জানি না।”
২০২২-২৩ মৌসুমে রিয়ালের হয়ে মাত্র ৩৯২ মিনিট খেলার সুযোগ পান আজার। লা লিগায় ম্যাচ খেলেন মোটে ছয়টি, এর মধ্যে শুরুর একাদশে ছিলেন দুই বার। ২০২১ সালের ডিসেম্বরের পর কখনোই ক্লাবটির কোনো ম্যাচে ৯০ মিনিট খেলতে পারেননি তিনি। হতাশার সেই সময়টা পেছনে ফেলে সামনের দিকে চোখ আজারের।
“কঠিন তিনটি বছর কাটানোর পর আমি শুধু আমার পরিবারের সঙ্গে সময় কাটাতে চাই, ছুটিতে যেতে চাই, আর দশটা মানুষের মতো .. গত কয়েক দিনে আমি অনেক কিছু পড়েছি, অনেক বাজে কথা। (ভবিষ্যৎ নিয়ে) এখনও কিছু জানি না৷ দেখা যাক, কী হয়।”