এমএলএস
Published : 17 Jul 2024, 01:26 AM
কোপা আমেরিকার ফাইনালে পাওয়া লিওনেল মেসির চোটের অবস্থা জানতে আরও পরীক্ষা করানো হবে বলে জানিয়েছেন ইন্টার মায়ামি কোচ জেরার্দো মার্তিনো। দলটির আগামী দুই ম্যাচে আর্জেন্টিনা অধিনায়ক খেলতে পারবেন না বলে ধারণা করা হচ্ছে।
ফ্লোরিডায় বাংলাদেশ সময় গত সোমবার সকালের ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে পায়ে চোট পান মেসি। প্রাথমিক চিকিৎসা নিয়ে খেলা চালিয়ে গেলেও, ৬৪তম মিনিটের সময় চোখে জল নিয়ে মাঠ ছাড়েন তিনি। পরে বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা যায়, তার ডান অ্যাঙ্কেল ফুলে খুবই বাজে অবস্থা।
মায়ামি কোচ মার্তিনো মঙ্গলবার সাংবাদিকের বলেন, চোটের অবস্থা জানতে আরও পরীক্ষা করানো হবে রেকর্ড আটবারের ব্যালন দ’র জয়ীর।
“তার অ্যাঙ্কেল মচকে গেছে…আরও পরীক্ষার প্রয়োজন এবং ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে। আমি অন্যান্য ছবি দেখার সুযোগ পেয়েছি। চোটের অবস্থা নির্ণয়নের জন্য পরীক্ষা করা হবে।”
মেজর লিগ সকারের (এমএলএস) ইস্টার্ন কনফারেন্সে ২৩ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মায়ামি। নিজেদের পরের দুই ম্যাচে ঘরের মাঠে বুধবার টরেন্টো এফসি ও শনিবার শিকাগো ফায়ারের বিপক্ষে খেলবে তারা।
আন্তর্জাতিক বিরতিতে আসার আগে চলতি লিগে ১২ ম্যাচে ১২ গোল ও ৯ অ্যাসিস্ট করে মায়ামিকে এগিয়ে নেওয়ার বড় কারিগর ছিলেন মেসি।