স্প্যানিশ ফুটবল
Published : 17 Jul 2024, 08:21 PM
খেলোয়াড়ী জীবনের ইতি টানার পরপরই কোচিংয়ে যুক্ত হয়ে গেলেন থিয়াগো আলকান্তারা। এক দশকের বেশি সময় পর ফিরলেন বার্সেলোনায়। কাতালান দলটিতে হান্সি ফ্লিকের কোচিং স্টাফে কাজ করবেন তিনি।
গত মৌসুম শেষে লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় থিয়াগোর। গত সপ্তাহে পেশাদার ফুটবলকে বিদায় জানান তিনি।
৩৩ বছর বয়সী সাবেক এই স্প্যানিশ মিডফিল্ডারকে ফ্লিকের কোচিং স্টাফে যুক্ত করার কথা বুধবার বিবৃতি দিয়ে জানায় বার্সেলোনা। ‘গোটা গ্রীষ্মে’ ক্লাবের সঙ্গে থাকবেন এবং নিজে কোচ হওয়ার লক্ষ্যে শিখবেন তিনি।
বার্সেলোনার একাডেমিতে বেড়ে ওঠা থিয়াগো মূল দলের হয়ে খেলেন ২০০৮-০৯ মৌসুম থেকে ২০১২-১৩ মৌসুম পর্যন্ত। একটি চ্যাম্পিয়ন্স লিগ, চারটি লা লিগাসহ জেতেন মোট ১০টি শিরোপা।
পরে তিনি যোগ দেন বায়ার্ন মিউনিখে। জার্মান ক্লাবটিতে সাত বছরের অধ্যায়ে একটি চ্যাম্পিয়ন্স লিগ, সাতটি বুন্ডেসলিগাসহ জেতেন আরও বেশ কয়েকটি শিরোপা।
জার্মান ফুটবল থেকে তিনি পাড়ি জামান লিভারপুলে। ইংলিশ ক্লাবটিতে খেলেন চার মৌসুম। গত মৌসুমে বেশিরভাগ সময় চোটের সঙ্গে লড়াই করতে হয় তাকে। মৌসুমে ক্লাবের হয়ে ম্যাচ খেলতে পারেন মাত্র একটি।
এখন তার সামনে নতুন চ্যালেঞ্জ।
শাভি এর্নান্দেসকে বরখাস্ত করার পর গত মে মাসে দুই বছরের চুক্তিতে ফ্লিককে প্রধান কোচের দায়িত্ব দেয় বার্সেলোনা।