Published : 16 Nov 2022, 02:34 PM
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠেছে বঙ্গবন্ধু সপ্তম প্রেসিডেন্ট কাপ ফেন্সিং চ্যাম্পিয়নশিপের। এবারের আসর চলবে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত।
ঢাকার মিরপুর ১০ নম্বরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে গত মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক এমপি। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফেন্সিং ফেডারেশনের (বাফুফে) সভাপতি শোয়েব চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ফেন্সিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউর রহমান সিনহা।
অনুষ্ঠানে পুরো বাংলাদেশে ক্রীড়া সম্প্রসারণে সহায়তা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাধুবাদ জানান শোয়েব চৌধুরী।
বাংলাদেশ ফেন্সিং ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত ফেন্সিং চ্যাম্পিয়নশিপের সবশেষ আসরে শিরোপা জিতেছিল বাংলাদেশ নৌবাহিনী। সেবার পাঁচটি স্বর্ণপদকসহ মোট ১৫টি পদক জিতেছিল তারা।