ইংলিশ ফুটবল
Published : 18 Oct 2024, 07:01 PM
পেশির চোটে খুব শিগগিরই ফেরা হচ্ছে না কবি মেইনুর। ইংলিশ এই মিডফিল্ডারকে আগামী কয়েক সপ্তাহ পাওয়া যাবে না বলে জানিয়েছে তার ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড।
এই মাসের শুরুতে প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার সঙ্গে গোলশূন্য ড্র ম্যাচের ৮৫তম মিনিটে তাকে উঠিয়ে নেওয়া হয়। পরে জানা যায়, পেশির চোটে ভুগছেন এই তরুণ মিডফিল্ডার।
এজন্য চলতি মাসে উয়েফা নেশন্স লিগে গ্রিস ও ফিনল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের হয়ে খেলতে পারেননি ১৯ বছর বয়সী মেইনু।
ইউনাইটেড শিবিরে চোট সমস্যা আছে আরও। অ্যাস্টন ভিলার বিপক্ষে ওই ম্যাচেই চোট পেয়ে কয়েক সপ্তাহের জন্য ছিটকে গেছেন অভিজ্ঞ ডিফেন্ডার হ্যারি ম্যাগুইয়ার। এছাড়া চোটের কারণে আগে থেকে বাইরে আছেন তিন ডিফেন্ডার লুক শ, তাইরেল মালাসিয়া, লেনি ইয়োরো ও মিডফিল্ডার ম্যাসন মাউন্ট।
কয়েক বছর ধরে নিজেদের খুঁজে ফেরা দলটির জন্য অবশ্য কিছু সুখবরও আছে। ব্রেন্টফোর্ডের বিপক্ষে আগামী শনিবারের লিগ ম্যাচ সামনে রেখে অনুশীলনে ফিরেছেন দুই ফরোয়ার্ড আর্জেন্টিনার আলেহান্দ্রো গার্নাচো ও কোত দি ভোয়ার আমাদ দিয়ালো। চোটের কারণে তারাও এই মাসে জাতীয় দলের হয়ে খেলতে পারেননি।
গত মৌসুমের বাজে পারফরম্যান্সের ধারাবাহিকতায় এবারও শুরু থেকে ধুঁকছে ইউনাইটেড। প্রিমিয়ার লিগে প্রথম সাত রাউন্ডে মাত্র দুটি ম্যাচে জিতেছে তারা। সঙ্গে দুই ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে আছে টেবিলের ১৪ নম্বরে।