ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ
Published : 19 Jun 2024, 01:05 AM
চেক প্রজাতন্ত্রের বিপক্ষে খেলতে নেমেই দারুণ এক কীর্তি গড়লেন পেপে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় এখন এই পর্তুগিজ ডিফেন্ডার।
লাইপজিগে মঙ্গলবার ‘এফ’ গ্রুপের ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে খেলতে নামা পেপের বয়স ৪১ বছর ১১৩ দিন। তিনি ভাঙলেন হাঙ্গেরির গ্যাবর কিরাইয়ের রেকর্ড। ২০১৬ সালের ইউরোর শেষ ষোলোয় বেলজিয়ামের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে গ্যাবর খেলতে নেমেছিলেন ৪০ বছর ৮৬ দিন বয়সে।
চেক রিপাবলিকের বিপক্ষে ম্যাচে দিয়োগো দালোত, রুবেল দিয়াসের সঙ্গে অভিজ্ঞ পেপেকে রেখে রক্ষণভাগ সাজিয়েছেন পর্তুগাল কোচ। দলের অধিনায়ক রোনালদোও প্রায় পেপের সমবয়সী; ৩৯ বছর বয়স এই পর্তুগিজ মহাতারকার।
২০০৭ সালে পর্তুগালের জার্সিতে অভিষেক পেপের। জাতীয় দলের হয়ে তৃতীয় সর্বোচ্চ ম্যাচ খেলা (১৩৭টি) খেলোয়াড়ও এই ডিফেন্ডার। তালিকায় শীর্ষে রোনালদো, ২০৭ ম্যাচ নিয়ে।