Published : 14 May 2025, 12:46 PM
দুই বছর আগে সেরি আ থেকে অবনমন ছিল সাম্পদোরিয়ার জন্য যথেষ্ট বিব্রতকর। দুঃসময়ের থাবায় থাকা ক্লাবটি এবার পৌঁছে গেল নতুন তলানিতে। ইতালির ঐতিহ্যবাহী ক্লাবটি সেরি বি থেকে নেমে গেলে সেরি সি-তে।
সেরি বি-তে মঙ্গলবার ইউভে স্তাবিয়া ক্লাবের সঙ্গে গোলশূন্য ড্র করে রেলিগশন প্লেঅফ খেলার সুযোগ হাতছাড়া করে সাম্পদোরিয়া। ৩৮ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ১৮ নম্বরে থেকে নিশ্চিত হয়ে যায় তাদের পরিণতি।
ইতালির শীর্ষ লিগের সাবেক চ্যাম্পিয়ন দলটির ৭৮ বছরের ইতিহাসে এতটা অবনমন এই প্রথম।
১৯৮৯-৯০ মৌসুমে ইউরোপিয়ান কাপ উইনার্স কাপে শিরোপা জিতেছিল সাম্পদোরিয়া। পরের মৌসুমে তারা চ্যাম্পিয়ন হয় সেরি আ-তে। ক্লাবের ইতিহাসের স্বর্ণসময় ছিল সেটি। আক্রমণভাগে রবের্তো মানচিনি ও জানলুকা ভিয়াল্লি তখন ছিলেন সব দলের আতঙ্ক। ম্যাচের পর ম্যাচ প্রতিপক্ষের রক্ষণভাগ ছিন্নভিন্ন করেছেন তারা।
পরের মৌসুমে ইউরোপিয়ান কাপের (এখনকার চ্যাম্পিয়ন্স লিগ) ফাইনালে উঠেছিল দলটি। সেখানে অতিরিক্ত সময়ের গোলে হেরে যায় বার্সেলোনার কাছে।
ইতালিয়ান কাপে তারা শিরোপা জিতেছে চারবার। ১৯৯৪ সালে ইতালিয়ান কাপ জয়ের পর আর শিরোপার স্বাদ পায়নি তারা। তবে সেরি আ-তে তাদের উপস্থিতি ছিল মোটামুটি নিয়মিত। কিন্তু ২০২৩ সালে তারা নেমে যায় সেরি বি-তে। পতনের ধারায় এবার নতুন সংযোজন সেরি সি।
২০০৬ বিশ্বকাপজয়ী তারকা আন্দ্রেয়া পিরলোর কোচিংয়ে এই মৌসুম শুরু করেছিল সাম্পদোরিয়া। কিন্তু টানা ব্যর্থতায় দায়িত্ব হারাতে হয় তাকে। পরে কোচিংয়ে বদল আসে আরও। সবশেষ মরিয়া চেষ্টায় গত এপ্রিলে দায়িত্ব দেওয়া হয় এসি মিলানের সাবেক মিডফিল্ডার আলবেরিকো এভানিকে। কিন্তু তিনিও পারলেন না পতন ঠেকাতে।