Published : 15 Aug 2016, 01:23 AM
রিওতে এর আগে দলীয় ও অল-অ্যারাউন্ডে সোনা জিতেছিলেন ১৯ বছর বয়সী ছোটোখাট গড়নের বাইলস।
যুক্তরাষ্ট্রের আধিপত্য ঘুচিয়ে সেরা মুস্তাফিনা
রিও গেমসে মেয়েদের জিমন্যাস্টিক্সে যুক্তরাষ্ট্রের আধিপত্যের অবসান ঘটিয়ে আনইভেন বারে শ্রেষ্টত্ব ধরে রেখেছেন রাশিয়ার আলিয়া মুস্তাফিনা।
১৯ বছর বয়সী বাইলস মেয়েদের জিমন্যাস্টিক্সের শুধু এই একটা ফাইনালেই নেই। তবে তার সতীর্থ ও বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাডিসন কোসিয়ান কোয়ালিফাইংয়ে সর্বোচ্চ স্কোর করে সোনা জেতার আশা জাগিয়েছিলেন।
কিন্তু রোববার ফাইনালে মুস্তাফিনার ১৫.৯০০ স্কোর ছাড়াতে পারেননি কোসিয়ান। ১৫.৮৩৩ পয়েন্ট করে রুপা জেতেন তিনি। জার্মানির জোফি শেডার জিতেছেন ব্রোঞ্জ।