Published : 17 Aug 2016, 09:16 PM
মৌসুম শুরুর আগে প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচটিতে গত মঙ্গলবার আর্জেন্টাইন স্ট্রাইকার পাবলো চাভারিয়ার গোলে অষ্টম মিনিটে পিছিয়ে পড়ে রিয়াল।
একাদশ মিনিটে নাচো সমতাসূচক গোল করার ২৯ মিনিট পর রিয়ালকে এগিয়ে দেন সের্হিও রামোস। প্রথমার্ধের যোগ করা সময়ে স্কোরলাইন ৩-১ করেন আলভারো মোরাতা।
দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ব্যবধান কমায় রাস। তবে ৬০তম মিনিটে হামেস রদ্রিগেসের গোলে স্কোরলাইন ৪-২ করে ক্রিস্তিয়ানো রোনালদোকে ছাড়া খেলতে নামা রিয়াল।
৭৩তম মিনিটে আবার ব্যবধান কমায় রাস। তবে ৮০তম মিনিটে মারিয়ানো দিয়াসের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতা রিয়াল।