Published : 14 Feb 2017, 03:34 PM
আগামী ২৭ মে ফাইনালে তাদের প্রতিপক্ষ এবারই প্রথমবার স্প্যানিশ কাপের ফাইনালে ওঠা আলাভেস।
১৯৬৬ সাল থেকে ৫৫ হাজার আসন বিশিষ্ট কালদেরন আতলেতিকোর ঘরের মাঠ। ২০১৭-১৮ মৌসুমে থেকে ৬৭ হাজার আসন বিশিষ্ট 'দ্য ওয়ান্দা মেত্রোপলিতানো' হবে তাদের হোম ভেন্যু।