Published : 30 Jul 2019, 09:36 PM
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার দ্বিতীয় পর্বের ম্যাচে ২-০ গোলে জিতেছে ব্রাদার্স। প্রথম পর্বে দুই দলের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল।
পয়েন্ট টেবিলে ১৩ দলের মধ্যে দ্বাদশ স্থানে থেকে ম্যাচ শুরু করা ব্রাদার্সকে ৫২তম মিনিটে এগিয়ে নেন জেমস মগা। ৮৯তম মিনিটে মান্নাফ রাব্বীর বাড়ানো বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণও করেন দক্ষিণ সুদানের এই ফরোয়ার্ড।
২৩ ম্যাচে পাঁচ জয় ও ছয় ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে দশম স্থানে উঠে এসেছে ব্রাদার্স। ১১ পয়েন্ট নিয়ে তলানিতে থাকা বিজেএমসির অবনমন অনেক আগেই নিশ্চিত হয়ে গেছে।
লিগ থেকে এবার দুটি দল অবনমিত হয়ে নেমে যাবে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে।
অবনমন এড়ানোর লড়াইয়ে ব্রাদার্সের সঙ্গে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি ও নোফেল স্পোর্টিং।
২৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে একাদশ স্থানে আছে রহমতগঞ্জ। ১৯ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে আছে নোফেল।