Published : 24 Mar 2020, 03:15 PM
স্প্যানিশ পত্রিকা এএস সোমবার খবরটি জানিয়েছে।
২০০৬ সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মাদ্রিদের দলটির সভাপতি ছিলেন তিনি। ফ্লোরেন্তিনো পেরেসের অধীনে বোর্ড পরিচালকের দায়িত্বও পালন করেছেন আলভারেস।
তার সংক্ষিপ্ত সময়ে লিগ খেলায় কোনো ম্যাচ হারেনি রিয়াল। তবে সেবার চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের বিপক্ষে হেরে বাদ পড়েছিল দলটি।
তার ইচ্ছার বিরুদ্ধে ক্লাব পরিচালকরা সভাপতি নির্বাচন করতে চাইলে ২০০৬ সালের ২৬ এপ্রিল আলভারেস দায়িত্ব ছেড়ে দেন।
গত শনিবার করোনাভাইরাসে প্রাণ হারিয়েছেন ক্লাবটির আরেক সাবেক সভাপতি লরেন্সো সান্স।
স্পেনেও ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ছাড়িয়ে গেছে, মৃত্যু হয়েছে ২ হাজারের বেশি মানুষের।