Published : 17 Dec 2020, 07:12 PM
স্প্যানিশ ফুটবল ফেডারেশনের বার্ষিক সাধারণ সভায় বৃহস্পতিবার শেষ চারের ড্র অনুষ্ঠিত হয়। গত মৌসুমের লা লিগার শীর্ষ দুই দল ও কোপা দেল রের দুই ফাইনালিস্ট অংশ নেবে এই প্রতিযোগিতায়।
করোনাভাইরাস মহামারীর কারণে সোসিয়েদাদ ও বিলবাওয়ের মধ্যে কোপা দেল রের ফাইনাল অবশ্য এখনও হয়নি।
আগামী ১৩ জানুয়ারি কোর্দোবায় সোসিয়েদাদের মুখোমুখি হবে বার্সেলোনা। একদিন পর মালাগায় বিলবাওয়ের বিপক্ষে লড়বে গতবারের লিগ চ্যাম্পিয়ন রিয়াল। সেভিয়ায় ফাইনাল হবে ১৭ জানুয়ারি।
নতুন রূপে গত বছর থেকে চার দল নিয়ে হচ্ছে স্প্যানিশ সুপার কাপ। গতবার ফাইনালে আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল রিয়াল।
সৌদি আরব ফুটবল ফেডারেশনের সঙ্গে চুক্তি অনুযায়ী, নতুন আঙ্গিকের এই টুর্নামেন্টের প্রথম তিন আসর হওয়ার কথা সৌদি আরবে। তবে কোভিড-১৯ পরিস্থিতিতে সৌদি সরকার আয়োজন করতে না চাওয়ায় এবারের আসর হচ্ছে স্পেনে।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এবারের আসরটি পূর্ব পরিকল্পনা অনুযায়ী না হওয়ায় সৌদি আরবের সঙ্গে চুক্তি এক বছর বাড়ানো হয়েছে।