Published : 02 Feb 2021, 08:59 PM
এক বিবৃতিতে মঙ্গলবার ৩০ বছর বয়সী এই ফুটবলারের দল ছাড়ার কথা জানায় ওল্ড ট্রাফোর্ডের দলটি। তবে তার ট্রান্সফার ফি সম্পর্কে কিছু জানানো হয়নি।
পর্তুগালের স্পোর্তিং লিসবন থেকে ২০১৪ সালের অগাস্টে ইউনাইটেডে যোগ দেওয়া রোহো দলটির হয়ে ২২২ ম্যাচে করেন দুই গোল।
গত মৌসুমের দ্বিতীয় ভাগ ধারে আর্জেন্টিনার ক্লাব এস্তুদিয়ান্তেসে খেলে ইউনাইটেডে ফেরেন রোহো। তবে উলে গুনার সুলশারের দলে চলতি মৌসুমে কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি তার।
ইউনাইটেডের জার্সিতে তাকে সবশেষ দেখা গিয়েছিল ২০১৯ সালের নভেম্বরে, ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে ৩-১ গোলে জয় পাওয়া ম্যাচে।