Published : 26 Aug 2021, 07:52 PM
বৃহস্পতিবার এক বিবৃতিতে লাৎসিও জানায়, ৫০ লাখ ইউরোর বিনিময়ে এক বছরের জন্য ধারে ইন্টারে খেলবেন কোররেয়া। মৌসুম জুড়ে ইন্টারের বিভিন্ন অর্জনের ওপর ভিত্তি করে এর সঙ্গে যোগ হতে পারে আরও ১০ লাখ ইউরো। এছাড়া নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে আড়াই কোটি ইউরোয় এই আর্জেন্টাইনকে কেনার বাধ্যবাদকতাও রাখা হয়েছে চুক্তিতে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ডের চুক্তির অর্থ তিন মেয়াদে পরিশোধ করবে ইন্টার। ২০১৮ সালে স্প্যানিশ ক্লাব সেভিয়া থেকে পাঁচ বছরের চুক্তিতে লাৎসিওতে যোগ দেন কোররেয়া।
সব প্রতিযোগিতা মিলিয়ে লাৎসিওর হয়ে ১১৭ ম্যাচ খেলেছেন এই আর্জেন্টাইন, গোল করেছেন ৩০ টি।