Published : 13 Sep 2021, 11:20 PM
ফরোয়ার্ড ক্রিস্তিয়ান পুলিসিকও একই চোটে ভুগছেন। নির্দিষ্ট সময়ের আগে তিনিও সেরে ওঠেননি। ফলে চ্যাম্পিয়ন্স লিগে দলের প্রথম ম্যাচে দুজনকেই পাচ্ছে না চেলসি।
চ্যাম্পিয়ন্স লিগ শুরুর আগের দিন সোমবার সংবাদ সম্মেলনে কঁতে ও পুলিসিকের স্কোয়াডে না থাকার বিষয়টি জানান টুখেল।
"এনগোলো (কঁতে) গতকাল অনুশীলনের দুটি সেশনে অংশ নিয়েছিল এবং আজও অনুশীলন করেছে। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে খেলাটা তার জন্য খুব তাড়াতাড়ি হয়ে যায়।"
"মৌসুমের এই মুহূর্তে আমরা তাকে নিয়ে ঝুঁকি নেব না। আগামীকাল তাকে অনুশীলনে আরেকবার ঝালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি…সে টটেনহ্যামের বিপক্ষে ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত হতে শুক্রবার আমাদের সঙ্গে অনুশীলন করবে।"
আর পুলিসিকের বিষয়ে কোচ বলেন, সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন ২২ বছর বয়সী যুক্তরাষ্ট্রের এই ফুটবলার। তার ফেরার বিষয়ে অবশ্য কিছুই জানাননি তিনি।
জেনিত সেন্ট পিটার্সবুর্গের বিপক্ষে মঙ্গলবারের ম্যাচ দিয়ে ইউরোপ সেরার মুকুট ধরে রাখার অভিযান শুরু করবে চেলসি। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।