Published : 03 May 2024, 04:14 PM
চোট থেকে সেরে ওঠার পর দারুণ ছন্দে ছুটছেন লিওনেল মেসি। নিয়মিত আলো ছড়াচ্ছেন ইন্টার মায়ামির হয়ে। চমৎকার পথচলায় আর্জেন্টিনা অধিনায়কের হাতে ধরা দিয়েছে একটি অর্জন। প্রথমবারের মতো মেজর লিগ সকারে তিনি জিতেছেন মাস সেরার পুরস্কার।
হ্যামস্ট্রিং চোটের জন্য মাঝে চারটি ম্যাচে খেলতে পারেননি মেসি। সেরে উঠে গত ৬ এপ্রিল থেকে উপহার দিচ্ছেন অসাধারণ সব পারফরম্যান্স। চার ম্যাচে ১০ গোলে জড়িয়ে আছে তার নাম; ৬টি গোল করার পাশাপাশি অবদান রেখেছেন ৪টিতে।
৩৬ বছর বয়সী মেসির এই পারফরম্যান্সে মোটেও অবাক নন মায়ামি কোচ জেরার্দো মার্তিনো। নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে শনিবারের ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আরও একবার স্বদেশি ফুটবলারকে প্রশংসায় ভাসালেন আর্জেন্টাইন কোচ।
“মেসি মাঠের যে কোনো জায়গায় এগিয়ে যেতে পারে। সে বিশ্বের সেরা খেলোয়াড় এবং একজন অসাধারণ গোলদাতা।”
“আমরা এখন (অল্প সময়ে) খুব বেশি ম্যাচ খেলছি না, তাই মেসি ভালোমতো রিকভার করছে।”
চার ম্যাচ ধরে অপরাজিত রয়েছে মায়ামি। ১১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লিগের ইস্টার্ন কনফারেন্সের টেবিলে শীর্ষে রয়েছে দলটি।