Published : 13 Mar 2024, 07:29 PM
দুই দশকের বেশি সময় ধরে ফুটবলের সবুজ আঙিনা মাতিয়ে চলেছেন লিওনেল মেসি। বয়স হয়ে গেছে ৩৬। তারপরও আর্জেন্টাইন তারকার জয়ের ক্ষুধা একটুও কমেনি বলে মনে করেন ইন্টার মায়ামি কোচ জেরার্দো মার্তিনো। আর এতে মোটেও অবাক নন তিনি।
ফুটবলে সম্ভাব্য সবকিছুই জিতেছেন মেসি। বার্সেলোনায় তিনি কিংবদন্তি। যেখানে তার রেকর্ড অসংখ্য। ইচ্ছার বিরুদ্ধে কাতালান ক্লাবটি ছাড়ার পর দুই মৌসুম খেলেছেন ফরাসি ক্লাব পিএসজির হয়ে।
ইউরোপিয়ান ফুটবলের পাঠ চুকিয়ে গত বছর থেকে তার ঠিকানা মায়ামিতে। যুক্তরাষ্ট্রের দলটির হয়ে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮ ম্যাচে ১৫ গোলের পাশাপাশি ৬টি অ্যাসিস্ট করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।
গত অগাস্টে মায়ামির হয়ে লিগস কাপ জিতে ৪৪ ট্রফি নিয়ে ফুটবল ইতিহাসের সফলতম খেলোয়াড় হয়ে যান মেসি। ওই প্রতিযোগিতায় ৭ ম্যাচে ১০ গোল করে আসরের সেরা ফুটবলার নির্বাচিত হন তিনি।
২০১৩-১৪ মৌসুমে বার্সেলোনায় মেসির কোচ ছিলেন মার্তিনো। আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হিসেবেও দুই বছর এই তারকাকে কাছ থেকে দেখেছেন তিনি। মায়ামিতে আবার পুনর্মিলন হয়েছে দুজনের।
কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপে শেষ ষোলোর দ্বিতীয় লেগে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে ঘরের মাঠে ন্যাশভিল এসসির মুখোমুখি হবে মায়ামি। তার আগে আটবারের ব্যালন দ’র জয়ী মেসিকে আরেক দফা প্রশংসায় ভাসালেন মার্তিনো।
"সেরা খেলোয়াড়রা তাদের ক্যারিয়ারজুড়ে যেভাবে খেলে এবং যেখানেই খেলে না কেন, জয়ের ক্ষুধা ধরে রাখে। এটি তার বড় একটি বৈশিষ্ট্য। আমি বলছি না, এটি আমাকে অবাক করেছে, কারণ এই নিয়ে তৃতীয়বার আমি তাকে কোচিং করাচ্ছি। বার্সেলোনায় প্রথমবার যেভাবে দেখেছি, এখনও সেটাই দেখছি, সামনে আসা সবকিছু জয়ের আকাঙ্ক্ষা।”
প্রথম লেগে ন্যাশভিলের মাঠে ২-২ ড্র করে মায়ামি। দুই গোলে পিছিয়ে পড়ার পর ব্যবধান কমান মেসি, আর যোগ করা সময়ে সমতা টানেন লুইস সুয়ারেস।