Published : 13 Aug 2023, 03:43 PM
উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স ছাড়ার পর নতুন ঠিকানা পেয়েছেন দিয়েগো কস্তা। চার মাসের জন্য স্প্যানিশ এই স্ট্রাইকারকে দলে টেনেছে ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগো।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শনিবার এক পোস্টে 'ফ্রি এজেন্ট' হিসেবে ৩৪ বছর বয়সী কস্তাকে দলে নেওয়ার খবর জানায় বোতাফোগো।
গত সেপ্টেম্বরে সবশেষ মৌসুমের শেষ পর্যন্ত চুক্তিতে উলভারহ্যাম্পটনে যোগ দেন কস্তা। ইংলিশ প্রিমিয়ার লিগে ক্লাবটির হয়ে অভিজ্ঞ এই স্ট্রাইকার খেলেন ২৩ ম্যাচ।
এর আগে ব্রাজিলের আরেক ক্লাব আতলেতিকো মিনেইরোতে খেলেন কস্তা। দুই দফায় আতলেতিকো মাদ্রিদের হয়ে লা লিগা, ইউরোপা লিগ জেতার পাশাপাশি চেলসির হয়ে দুইবার প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা আছে তার।
পেশাদার ক্যারিয়ারে ক্লাব পর্যায়ে ৫২০ ম্যাচ খেলে ১৮৮টি গোল করেছেন কস্তা। স্পেনের ২০১৮ বিশ্বকাপ দলের সদস্য ছিলেন তিনি।
কস্তার নতুন ক্লাব বোতাফোগো এখন ব্রাজিলের শীর্ষ লিগে আছে দারুণ ছন্দে। ১৯ ম্যাচে ১৫টি জয়ে সবার ওপরে আছে তারা। দুইয়ে থাকা ফ্লামেঙ্গোর চেয়ে তারা এগিয়ে ১৬ পয়েন্টে।