Published : 08 Nov 2022, 10:28 PM
শক্তিমত্তা ও সাম্প্রতিক ফর্ম বিবেচনায় কাতার বিশ্বকাপে বাজির দরে ফেভারিটের তালিকায় উপরের দিকে আছে আর্জেন্টিনা। সের্হিও আগুয়েরোরও বিশ্বাস, তার সাবেক সতীর্থরা এবার সব দলকেই কঠিন চ্যালেঞ্জ জানাবে।
২০১৪ বিশ্বকাপের রানার্সআপ আর্জেন্টিনাকে আমুল বদলে দিয়েছেন লিওনেল স্কালোনি। তিনি দলটির কোচ হওয়ার পর থেকে সব বিভাগেই শক্তিশালী দলটি খেলছে দারুণ, পাশাপাশি সাফল্যও মিলছে।
তার হাত ধরেই ২৮ বছরের শিরোপা খরা কাটিয়ে গত বছর কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। বিশ্বকাপে তারা খেলতে যাচ্ছে ৩৫ ম্যাচ অপরাজিত থেকে। সবশেষ হার সেই ২০১৯ সালে।
স্কালোনির কোচিংয়ের সঙ্গে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলও ভূমিকা রাখছে আর্জেন্টিনা সাফল্যে। আর দলের প্রাণভোমরা লিওনেল মেসি তো আছেনই। জাতীয় দল ও ক্লাব পিএসজির হয়ে তার সাম্প্রতিক ফর্মটাও দুর্দান্ত। সব মিলিয়ে ৩৬ বছর পর আবার বিশ্বকাপ জেতার জোর সম্ভাবনা দেখা যাচ্ছে দলটির মাঝে।
ফিফাকে মঙ্গলবার দেওয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টিনাকে নিয়ে আগুয়েরোর কন্ঠে ফুটে উঠল বিশ্ব জয়ের প্রত্যাশা।
“বিশ্বকাপের যত আসর এখন পর্যন্ত হয়েছে, সেগুলোয় চোখ ফেরালেই পরিষ্কার হয়ে যায়, আর্জেন্টিনা সবসময়ই শিরোপার দাবিদার। আমার মতে, এবার আর্জেন্টিনার বিপক্ষে খেলা অন্য দেশগুলোর জন্য খুবই কঠিন হবে।”
বিশ্ব সেরার মঞ্চে 'সি' গ্রুপে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরু হবে আগামী ২২ নভেম্বর, সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে।
এই গ্রুপের অন্য দুই দল মেক্সিকো ও পোল্যান্ড।
হৃদযন্ত্রের স্পন্দন জটিলতা সংক্রান্ত রোগে আক্রান্ত হওয়ার পর গত ডিসেম্বরে ৩৩ বছর বয়সেই ক্যারিয়ারের ইতি টেনে দেন আগুয়েরো।
আর্জেন্টিনার হয়ে ১০১টি ম্যাচ খেলে আগুয়েরো গোল করেছেন ৪১টি। দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনটি বিশ্বকাপে। এছাড়াও ছিলেন ২০২১ কোপা আমেরিকা জয়ী দলের সদস্য।