Published : 25 Jun 2025, 04:12 PM
সিএনএন আর কোকাকোলার শহর আটলান্টা এখন উবার রোবোট্যাক্সিরও শহর হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের এই শহরে সাধারণ মানুষের জন্য উবার রোবোট্যাক্সি বা চালকবিহীন উবার পরিষেবা চালু করেছে উবার ও অ্যালফাবেটের ওয়েইমো।
কোম্পানি দুটি নিজেদের অংশীদারিত্ব আরও বাড়াতে এমন পদক্ষেপ নিয়েছে বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি।
উবার অ্যাপের মাধ্যমে পাওয়া যাচ্ছে ওয়েইমোর রোবোট্যাক্সি, যা আটলান্টার আশপাশে প্রায় ৬৫ বর্গমাইল এলাকাজুড়ে চলাচল করবে। তবে এখনই এসব গাড়ি হাইওয়ে বা এয়ারপোর্ট পর্যন্ত যাবে না। এসব রোবোট্যাক্সি চলবে ওয়েইমোর নিজস্ব চালকবিহীন প্রযুক্তি দিয়ে, যার নাম ‘ওয়েইমো ড্রাইভার’। এ প্রযুক্তিটি বসানো হয়েছে জাগুয়ারের তৈরি ব্যাটারিচালিত ইলেকট্রিক গাড়ি ‘জাগুয়ার আই-পেস এসইউভি’র মধ্যে।
গত সেপ্টেম্বরে মার্কিন যাত্রীসেবা কোম্পানি উবার ও সফটওয়্যার কোম্পানি ওয়েইমো বলেছিল, একসঙ্গে মিলে ‘ওয়েইমো ওয়ান’ রোবোট্যাক্সি সেবা যুক্তরাষ্ট্রের অস্টিন, টেক্সাস ও আটলান্টা শহরে চালু করবে তারা।
এরপর মার্চ মাসে অস্টিনে এ পরিষেবা চালু করে কোম্পানি দুটি, অর্থাৎ ইলন মাস্কের বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা টেসলা’র রোবোট্যাক্সি সেবা চালুর আগেই ওয়েইমো সেখানে চালকবিহীন গাড়ি সেবা শুরু করেছে বলে প্রতিবেদনে লিখেছে সিএনবিসি।
টেসলার সদর দপ্তর বা প্রধান কার্যালয় অস্টিনে অবস্থিত, সেখানে গত সপ্তাহের শেষ দিকে পরীক্ষামূলকভাবে রোবোট্যাক্সি সেবা চালু করেছে কোম্পানিটি। তবে বর্তমানে পরিষেবাটি কেবল আমন্ত্রিত কিছু মানুষের জন্য চালু করেছে টেসলা।
সিএনবিসি লিখেছে, এ নতুন মডেল ‘ওয়াই এসইউভি’ রোবোট্যাক্সিতে টেসলার নতুন চালকবিহীন প্রযুক্তি ব্যবহার করেছে কোম্পানিটি। এসব গাড়ি কেবল দিনের বেলা ও অস্টিন শহরের নির্দিষ্ট সীমার মধ্যেই চলবে। গাড়ির নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রতিটি গাড়ির সামনের যাত্রী সিটে একজন মানব সহকারীও থকছেন।
এদিকে, অস্টিন, আটলান্টা ও অন্যান্য জায়গায় ওয়েইমো’র রোবোট্যাক্সি পুরোপুরি চালকবিহীনভাবে চলে, অর্থাৎ গাড়ির ভেতরে কোনও মানব পর্যবেক্ষক বা সহকারী থাকে না। এসব গাড়িতে এমন উন্নতমানের লাইডার ও রেডার সেন্সর ব্যবহার হয়েছে, যা বর্তমানে টেসলার বিভিন্ন গাড়িতে নেই।
আটলান্টা ও অস্টিন শহরে ওয়েইমোর রোবোট্যাক্সিতে উঠতে হলে যাত্রীরা কেবল উবার অ্যাপ ব্যবহার করেই রাইড বুক করতে পারেন।
অন্যদিকে, স্যান ফ্রান্সিসকো ও লস অ্যাঞ্জেলেসের যাত্রীদের রাইড বুক করতে ‘ওয়েইমো ওয়ান’ অ্যাপ ব্যবহার করতে হবে। এখানে ওয়েইমো ও উবারের মধ্যে যে পার্টনাশিপ রয়েছে তা কেবল যাত্রী পরিবহন বা রাইড শেয়ারিংয়ের জন্য।