Published : 04 Feb 2025, 10:18 PM
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউজে বৈঠক করতে ওয়াশিংটনে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ বৈঠক ঐতিহাসিক। কারণ, নেতানিয়াহুই প্রথম বিদেশি নেতা যিনি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তার সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে গেছেন।
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বন্ধুত্ব শক্তিশালী। আর এই বৈঠকের মধ্য দিয়ে তা আরও শক্তিশালী হবে এবং যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থন মিলবে বলেই আশা ইসরায়েলের। গাজায় যুদ্ধবিরতির এক গুরুত্বপূর্ণ সময়ে অনুষ্ঠিত হচ্ছে মঙ্গলবারের এই বৈঠক।
ট্রাম্প গাজায় ইসরায়েল ও হামাসের ১৫ মাসের যুদ্ধের পর ১৯ জানুয়ারি থেকে দুপক্ষের মধ্যে প্রাথমিকভাবে ছয়-সপ্তাহের এই যুদ্ধবিরতি করতে পারার কৃতিত্ব দাবি করেছেন। চুক্তির শর্ত অনুযায়ী, দুই পক্ষের মধ্যে বেশ কিছু বন্দি ও জিম্মি বিনিময়ও হয়েছে।
কিন্তু গাজায় এই যুদ্ধবিরতি করার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজ সরকারেই বিরোধিতার মুখে পড়ে রাজনৈতিকভাবে টিকে থাকার জন্য সংগ্রাম করছেন।
এই কঠিন পরিস্থিতিতে নেতানিয়াহু বারবারই বলে এসেছেন, গাজায় চলমান যুদ্ধবিরতি সাময়িক। ইসরায়েলের আবার ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে ‘লড়াইয়ে ফিরে যাওয়ার অধিকার আছে’। তাদের এই অধিকারকে যুক্তরাষ্ট্র সমর্থন করবে।
যুদ্ধবিরতিকে কেন্দ্র করে এরই মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সরকারের কট্টর ডান মিত্ররা জোট ছেড়ে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছে। হামাসের বিরুদ্ধে ইসরায়েলের অভিযান আবার শুরু না হলে আরেক মিত্রও জোট সরকার ছেড়ে চলে যাওয়ার হুমকি দিয়েছে।
তারা সত্যিই বেরিয়ে গেলে সরকার পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারাবে। তাই রাজনৈতিক জটিলতা কাটাতে নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে বৈঠকে দৃঢ় সমর্থন পাওয়ার আশায় আছেন।
ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। তাছাড়া, এ সফরে ট্রাম্প প্রশাসনের অন্যান্য শীর্ষ কর্মকর্তার সঙ্গেও নেতানিয়াহুর বৈঠক করার কথা আছে।
গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির দ্বিতীয় ধাপ নিয়ে ট্রাম্প-নেতানিয়াহু আলাপ করবেন। ট্রাম্প এরই মধ্যে বলেছেন তিনি মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসান চান। রোববার তিনি বলেন, যুদ্ধবিরতি আলোচনা এগুচ্ছে। নেতানিয়াহুর সঙ্গেও বড় কয়েকটি বৈঠক নির্ধারিত আছে বলেও জানিয়েছিলেন তিনি।
গাজা যুদ্ধবিরতির দ্বীতিয় ধাপ নিয়ে আলোচনা ছাড়াও সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে।