Published : 22 Jun 2025, 09:44 AM
ইরানের তিন পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে এক পোস্টে তেহরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার রাতে করা ওই পোস্টে তিনি বলেন, ইরান যদি বল প্রয়োগের মাধ্যমে এই হামলার জবাব দেয় তবে অপ্রতিরোধ্য প্রতিশোধের মুখোমুখি হবে।
সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, “আমেরিকার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের যে কোনো প্রতিশোধ আজ রাত যার সাক্ষী হয়েছে তার চেয়ে আরও অনেক বেশি শক্তির মুখোমুখি হবে। ধন্যবাদ তোমাকে! যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড জে. ট্রাম্প।”
সিএনএন লিখেছে, উস্কানি দিলে তার প্রশাসন যে যুদ্ধ আরও বাড়াতে প্রস্তুত ট্রাম্পের এই পোস্টে সেটিই প্রতিফলিত হয়েছে। ট্রাম্প বলে আসছিলেন, পারমাণবিক অস্ত্রধারী ইরানকে ‘সহ্য করা হবে না’; তার এই পোস্টেও সেই দীর্ঘকালীন প্রতিশ্রুতি আরও জোরালোভাবে প্রকাশ পেয়েছে।
শনিবার রাতে সামাজিক মাধ্যমে আরেক পোস্টে ট্রাম্প জানান, মার্কিন বাহিনী ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় ‘সফল’ হামলা চালিয়েছে।
স্থাপনাগুলো হলো ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বি-২ স্টেলথ বোমারু বিমান ইরানে এ হামলায় অংশ নেয়।
ট্রাম্প ফক্স নিউজকে জানিয়েছেন, ফোরদো পারমাণবিক স্থাপনায় পাঁচ থেকে ছয়টি বাঙ্কার ব্লাস্টার বোমা আঘাত হেনেছে।
নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ৩০টি টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এসব ক্ষেপণাস্ত্র মার্কিন ডুবোজাহাজগুলো থেকে নিক্ষেপ করা হয়েছে, জানিয়েছে ফক্স নিউজ।
শনিবার রাতে হোয়াইট হাউজ থেকে জাতির উদ্দেশে দেওয়া সংক্ষিপ্ত ভাষণে ট্রাম্প বলেছেন, মার্কিন বাহিনীর হামলায় ইরানের পারমাণবিক জ্বালানি সমৃদ্ধ করার স্থাপনাগুলো ‘পুরোপুরি বিলুপ্ত’ হয়ে গেছে।