পাকিস্তান-ইংল্যান্ড
Published : 06 Oct 2024, 05:51 PM
পিঠের সমস্যায় প্রায় ৯ মাস বাইরে থাকার পর টেস্ট একাদশে জায়গা ফিরে পেলেন আমের জামাল। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাদ পড়ার পর আবার সুযোগ পেলেন শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহ।
ইংল্যান্ডের বিপক্ষে মুলতান টেস্ট শুরুর আগের দিন একাদশ ঘোষণা করেছে পাকিস্তান। তিন পেসারের সঙ্গে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন আবরার আহমেদ। দলের প্রয়োজনে অফ স্পিন করতে পারেন সালমান আলি আঘা।
গত জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফরে অভিষেক সিরিজে চমক দেখানোর পর আর টেস্ট খেলা হয়নি জামালের। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে স্কোয়াডে ফিরলেও তাকে একাদশে নেয়নি পাকিস্তান।
রাওয়ালপিন্ডিতে ওই ম্যাচের একাদশ থেকে বাদ পড়েন আফ্রিদি ও নাসিম। তাদের জায়গায় খেলা মোহাম্মদ আলি ও মির হামজার পাশাপাশি খুররাম শাহজাদও এবার জায়গা হারালেন।
ব্যাটিংয়ে কোনো পরিবর্তন আনেনি পাকিস্তান। অধিনায়ক শান মাসুদের মতে, এটিই তাদের সেরা একাদশ। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে শান বলেন, স্থিতিশীলতা আনতে একই ব্যাটিং লাইন-আপ নিয়ে খেলবেন তারা।
মুলতানে বাংলাদেশ সময় সোমবার সকাল ১১টায় শুরু হবে পাকিস্তান-ইংল্যান্ড প্রথম টেস্ট।
পাকিস্তান একাদশ: সাইম আইয়ুব, আব্দুল্লাহ শাফিক, শান মাসুদ (অধিনায়ক), সাউদ শাকিল (সহ-অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলি আঘা, আমির জামাল, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, আবরার আহমেদ।