Published : 01 Jul 2025, 12:03 AM
প্রথম দিন শেষে অপরাজিত ছিলেন ১৬৯ রানে। সেটিকে পরদিন ডাবল ও পরে ট্রিপল সেঞ্চুরিতে রূপান্তর করলেন ডম সিবলি। সঙ্গে ড্যান লরেন্স ও উইল জ্যাকসের বিধ্বংসী দুটি ইনিংসে নতুন চূড়া স্পর্শ করল সারে।
কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন ওয়ানে সোমবার দা ওভালে ডারহামের বিপক্ষে সারে প্রথম ইনিংস ঘোষণা করে ৯ উইকেটে ৮২০ রানে।
প্রথম শ্রেণির প্রতিযোগিতা কাউন্টি চ্যাম্পিয়নশিপে ১২৬ বছর পর আটশ রানের স্কোরের দেখা পেল সারে। ১৮৯৯ সালের মে মাসে দা ওভালেই সমারসেটের বিপক্ষে ৮১১ রান এতদিন ছিল তাদের সর্বোচ্চ। সেটি ছাড়িয়ে এবার নতুন চূড়ায় পা রাখল দলটি।
কাউন্টি চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সব দল মিলিয়ে চতুর্থ সর্বোচ্চ স্কোর এটি। ১৮৯৬ সালে এজবাস্টনে ওয়ারউইকশায়ারের বিপক্ষে ইয়র্কশায়ারের ৮৮৭ রান আছে চূড়ায়।
সারের ইনিংসে তিন অঙ্ক স্পর্শ করেন মোট চার জন- সবাই ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটার। প্রথম দিন ১২৪ বলে ১০৮ রান করে আউট হন স্যাম কারান।
আগের দিন ৫৮ রানে অপরাজিত লরেন্স খেলেন ১৪৯ বলে ১৭৮ রানের ক্যারিয়ার সেরা ইনিংস। প্রথম শ্রেণির ক্রিকেটে তার ১৯তম সেঞ্চুরির ইনিংসটি গড়া ১৯ চার ও ৪ ছক্কায়।
A remarkable feat at the Kia Oval! 🪶
8⃣2⃣0⃣/9⃣ is our highest team total in a first-class fixture. 📈
The previous best was 811 against Somerset, at the same ground, 126 years ago.
🤎 | #SurreyCricket https://t.co/cWPApuVvTg pic.twitter.com/FeIHwySomI
— Surrey Cricket (@surreycricket) June 30, 2025
ছয় নম্বরে নেমে ৮ চার ও ৪ ছক্কায় ৯৪ বলে ১১৯ রান করেন জ্যাকস। প্রথম শ্রেণির ক্রিকেটে তার চতুর্থ সেঞ্চুরি এটি।
তাদের সবাইকে ছাপিয়ে সবচেয়ে উজ্জ্বল সিবলি। ৬০৫ মিনিট উইকেটে থেকে ২৯ চার ও ২ ছক্কায় ৪৭৫ বলে ৩০৫ রানের ইনিংস খেলেন ২৯ বছর বয়সী ওপেনার।
প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫১ ম্যাচে তার ২৫তম সেঞ্চুরি ও প্রথম ট্রিপল সেঞ্চুরি এটি। আগের সর্বোচ্চ ইনিংস ছিল ২৪৪।
২০১৯ থেকে ২০২১ পর্যন্ত ২২ টেস্ট খেলা সিবলি এবারের কাউন্টি চ্যাম্পিয়নশিপে দারুণ ফর্মে আছেন। এখন পর্যন্ত ৯ ম্যাচে ১৫ ইনিংসে ৭৫.০৭ গড়ে ৯৭৬ রান করে ডিভিশন ওয়ানের সর্বোচ্চ স্কোরার তিনি। ৩টি সেঞ্চুরির পাশে ফিফটি আছে ৫টি।