Published : 21 Jul 2016, 09:23 PM
পরে সেটি নিশ্চিত করলেন বিসিবির গেম ডেভেলপমেন্ট ন্যাশনাল ম্যানেজার নাজমুল আবেদিন। চলতি হাই পারফরম্যান্স স্কোয়াডের ক্যাম্পে স্পিন উপদেষ্টা হিসেবে নেওয়া হয়েছে রফিককে। স্পিনারদের নিয়ে কাজ করার জন্য আগে থেকেই এইচপিতে ছিলেন সাবেক লেগ স্পিনার ও দেশের ক্রিকেটের অন্যতম প্রধান কোচ ওয়াহিদুল গণি। রফিক মূলত দেখবেন বাঁহাতি স্পিনের দিকটি।
এর আগে ঢাকা প্রিমিয়ার লিগ, বিপিএলের বিভিন্ন দলে কাজ করলেও জাতীয় পর্যায়ে এই প্রথম কোচ হিসেবে কাজ করবেন রফিক।
বাংলাদেশের ক্রিকেটে রফিক জীবন্ত কিংবদন্তি। দেশের সবসময়ের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটারদের একজন। বাংলাদেশের প্রথম ওয়ানডে জয়ে অসাধারণ অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচ-সেরা, টেস্টে একশ’ উইকেট নেওয়া দেশের প্রথম বোলার। আরও অনেক অর্জনে সমৃদ্ধ তার ক্যারিয়ার। ছিলেন দারুণ লড়াকু ক্রিকেটার।
খেলোয়াড়ি জীবনের অভিজ্ঞতা এবার কাজে লাগাবেন তিনি উত্তরসূরিদের গড়ে তোলার কাজে। রোববার থেকেই যোগ দেওয়ার কথা রফিকের।