Published : 30 Jul 2021, 11:13 PM
এক বিবৃতিতে শুক্রবার তিন ক্রিকেটারের শাস্তির কথা জানায় এসএলসি। মেন্ডিস, গুনাথিলাকা ও ডিকভেলাকে ঘরোয়া ক্রিকেটেও ছয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
কুসল মেন্ডিস
গত জুনে ইংল্যান্ড সফরে জৈব সুরক্ষা বলয় ভাঙ্গেন মেন্ডিস, গুনাথিলাকা ও ডিকভেলা। তাৎক্ষণিকভাবে দেশে ফিরিয়ে আনা হয় তাদের। ঘটনার তদন্তে এরপর সুপ্রিম কোর্টের সাবেক বিচারককে প্রধান করে গঠন করা হয় পাঁচ সদদ্যের তদন্ত কমিটি। তারা সুপারিশ করেছিলেন মেন্ডিস ও গুনাথিলাকাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করার, ডিকভেলাকে ১৮ মাস।
ঘটনার সূত্রপাত হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ছড়িয়ে পড়া এক ভিডিও থেকে। যেখানে সুরক্ষা বলয়ের বাইরে ডারহামের সিটি সেন্টারে দেখা যায় মেন্ডিস, গুনাথিলাকা ও ডিকভেলাকে। সফরকারী দলের ক্রিকেটারদের আগেই স্পষ্ট করে এই জায়গায় যেতে ক্রিকেটারদের বারণ করা হয়েছিল। এরপরই তাদের বিরুদ্ধে বলয় ভাঙার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে এসএলসি।