Published : 16 Mar 2024, 03:54 PM
চোট সমস্যায় ছিটকে গেলেন শামিমা সুলতানা। তার অনুপস্থিতিতে কপাল খুলল ফারজানা হক লিসার। প্রথমবার জাতীয় দলে ডাক পেলেন কিপার-ব্যাটার।
বিসিবি শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে।
নিগার সুলতানার নেতৃত্বাধীন দলের সবশেষ সিরিজ থেকে বাদ পড়েছেন লতা মণ্ডল ও শরিফা খাতুন। চোটের কারণে নেই অভিজ্ঞ কিপার-ব্যাটার শামিমা। বাদ পড়া দুজনই অবশ্য আছেন অপেক্ষমান তালিকায়।
শামিমার ব্যাক-আপ হিসেবেই মূলত দলে ডাক পেয়েছেন লিসা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নারী দলের নির্বাচক সাজ্জাদ আহমেদ বলেছেন, অস্ত্রোপচার প্রয়োজন শামিমার। তবে চোটের ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি।
“আমাদের নিয়মিত কিপার-ব্যাটার শামিমা সুলতানা। তার একটু চোট সমস্যা আছে। অপারেশন করাতে হবে। তাই ব্যাক-আপ হিসেবে ফারজানা হক লিসাকে নিয়েছি আমরা। গত বছর প্রিমিয়ার লিগেও ভালো করেছে লিসা।”
গত বছর ঢাকা প্রিমিয়ার লিগে রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের হয়ে ৬ ইনিংসে ৩৬.২০ গড়ে ১৮১ রান করেন লিসা। একই দলে জাতীয় দলের অধিনায়ক নিগার থাকায় বেশি ম্যাচে কিপিং করার সুযোগ পাননি ২৫ বছর বয়সী কিপার-ব্যাটার।
লিসার প্রথমবার ডাক পাওয়ার সিরিজে দলে ফিরেছেন ১৫ বছর বয়সী অফ স্পিনার নিশিতা আক্তার।
এছাড়া দক্ষিণ আফ্রিকা সফরের মতো এবারও অপেক্ষমান তালিকায় আছেন ফারিহা ইসলাম। ওই সিরিজে অপেক্ষমান তালিকায় থাকা শারমিন আক্তার ও সানজিদা আক্তারকে কোথাও রাখা হয়নি এবার।
আগামী বৃহস্পতিবার শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ ২৪ ও ২৭ তারিখ। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত সবগুলো ম্যাচ শুরু সকাল ৯টা ৩০ মিনিটে।
বাংলাদেশ ওয়ানডে দল: নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, দিশা বিশ্বাস, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার, ফারজানা হক লিসা।
স্ট্যান্ডবাই: ফারিহা ইসলাম, শরিফা খাতুন, লতা মণ্ডল
নতুন মুখ: ফারজানা হক লিসা
দলে ফিরলেন: নিশিতা আক্তার
বাদ পড়লেন: লতা মণ্ডল, শরিফা খাতুন
চোটের কারণে নেই: শামিমা সুলতানা