Published : 23 Jan 2024, 11:56 AM
একটা সময় পর্যন্ত রিঙ্কু সিংকে মনে করা হয়েছে টি-টোয়েন্টি বিশেষজ্ঞ। গত মাসে ভারতের হয়ে ওয়ানডেও খেলেছেন তিনি। তাকে নিয়ে ভারতের ভাবনা যে আরও বড়, সেটির প্রমাণও মিলল এবার। ইংল্যান্ড লায়ন্সের (ইংল্যান্ড ‘এ) বিপক্ষে আনঅফিসিয়াল টেস্ট সিরিজের শেষ দুই ম্যাচের ভারতীয় ‘এ’ দলে নেওয়া হয়েছে আগ্রাসী এই বাঁহাতি ব্যাটসম্যানকে।
মূলত আইপিএল দিয়ে ভারতীয় ক্রিকেটে সাড়া ফেলে পরে আন্তর্জাতিক আঙিনায় পা রেখেছেন রিঙ্কু। তবে প্রথম শ্রেণির ক্রিকেটেও তার পারফরম্যান্স দুর্দান্ত। উত্তর প্রদেশের হয়ে রঞ্জি ট্রফিতে তার ব্যাটিং গড় ৬০.৫০। সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৪ ম্যাচে ৭ সেঞ্চুরি ও ২০ ফিফটিতে তার রান ৩ হাজার ১০৯, ব্যাটিং গড় ৫৭.৫৭।
ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে শেষ চার দিনের ম্যাচের দলে আগেই নেওয়া হয়েছিল তাকে। এবার যোগ করা হলো দ্বিতীয় ম্যাচের দলেও।
লাল বলের ক্রিকেটে ভারতের ‘এ’ দলের হয়ে এখনও কোনো ম্যাচ খেলেননি রিঙ্কু। গত মাসে দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে অভিষেকের পর সেঞ্চুরিয়ন টেস্টের সময় দলের সঙ্গে রাখা হয়েছিল তাকে। মূল স্কোয়াডের অংশ না হলেও বদলি ফিল্ডার হিসেবে মাঠে নামতে দেখা গিয়েছিল তাকে।
ভারতের হয়ে এখনও পর্যন্ত দুটি ওয়ানডে ও ১৫ টি-টোয়েন্টি খেলেছেন রিঙ্কু। ভারতের টি-টোয়েন্টি দলে নিজের জায়গাও একরকম পাকা করে ফেলেছেন তিনি। তার ব্যাটিং গড় এখন ৮৯, স্ট্রাইক রেট ১৭৬.২৩।
ভারতীয় ‘এ’ দলে রিঙ্কু সিংকে বাড়তি ম্যাচ খেলতে এমন এক সময়ে নেওয়া হলো, যখন ভিরাট কোহলির সম্ভাব্য বদলি নিয়ে ভারতীয় ক্রিকেটে চলছে আলোচনা। ব্যক্তিগত কারণে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন কোহলি। রিঙ্কু অবশ্য এখনই টেস্ট দলে আসার আলোচনায় নেই। কোহলির বদলি হিসেবে চেতেশ্বর পুজারা, সারফারাজ খান, রাজাত পাতিদার, আজিঙ্কা রাহানে, সাই সুদার্শানদের নামই বেশি শোনা যাচ্ছে। তবে লাল বলের ভবিষ্যৎ ভাবনায় যে রিঙ্কু আছেন, তা তো পরিষ্কারই।