Published : 19 Apr 2020, 01:45 PM
এক দশকের বেশি সময় ধরে বিশ্ব ফুটবলে আধিপত্য করছেন মেসি ও রোনালদো। এই সময়ে রেকর্ড ছয়টি ব্যালন ডি’অর জিতেছেন বার্সেলোনা অধিনায়ক মেসি, পর্তুগিজ তারকা রোনালদো জিতেছেন পাঁচ বার। দুজনেই আছেন ক্যারিয়ারের শেষ পর্যায়ে।
আর্জেন্টিনার নিউজ এজেন্সি তেলামকে বেকহ্যাম জানান, তার কাছে মেসিই সেরা।
“খেলোয়াড় হিসেবে মেসি তার পর্যায়ে একাই। তার মতো আরেক জন থাকা অসম্ভব। খেলোয়াড় হিসেবে আর কেউ তার মতো নয়।”
“সে রোনালদোর মতো যারা তার পর্যায়ে পৌঁছাতে পারেনি তাদের চেয়ে উঁচুতে রয়েছে।”
রোনালদোর বিপক্ষে কখনও খেলেননি বেকহ্যাম। তবে ইংলিশ এই মিডফিল্ডার ২০১৩ পিএসজিতে খেলার সময় মেসির মুখোমুখি হয়েছিলেন।
“ওদের টেকনিক ও মেধা একই রকম হতে পারে। একই সময়ে তাদের খেলতে দেখা ফুটবলের জন্য অসাধারণ। তবে মেসিই বিশ্বের সেরা খেলোয়াড়। মেসি অনন্য।”