Published : 10 Jul 2025, 10:50 PM
জুডিসিয়াল সার্ভিসের ১৫ জন জেলা ও দায়রা জজসহ ১৮ জন বিচারককে অবসরে পাঠিয়েছে সরকার। চাকরির মেয়াদকাল ২৫ বছর পূর্ণ হলে অবসরে পাঠানোর বিধানে সরকারকে এই ক্ষমতা দেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে এ বিষয়ক প্রজ্ঞাপনে বলা হয়েছে।
অবসরে পাঠানো ১৮ বিচারকরে মধ্যে দুইজন অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং একজন যুগ্ম জেলা ও দায়রা জজ রয়েছেন।
প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের এসব সদস্যদের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় জনস্বার্থে তাদের চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে।
সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে আদেশে।
এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।
অবসরে পাঠানো ১৫ জেলা ও দায়রা জজ হলেন
বিকাশ কুমার সাহা, শেখ মফিজুর রহমান, মো. মাহবুবার রহমান সরকার, শেখ গোলাম মাহবুব, মো. মজিবুর রহমান, মো. এহসানুল হক, মো. জুয়েল রানা, মো. মনির কামাল, সহিদুল ইসলাম, আল মাহমুদ ফায়জুল কবীর, মো. নাজিমুদ্দৌলা, এ কে এম মোজাম্মেল হক চৌধুরী, ফজলে এলাহী ভূইয়া, আবু জাফর মো. কামরুজ্জামান ও মো. রুস্তম আলী।
দুই অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম ও এ কে এম এনামুল করিম এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ হোসেনকেও একই আদেশে অবসর দেওয়া হয়েছে।
আদেশে বলা হয়, জুডিসিয়াল সার্ভিসের এসব সদস্য বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন।