Published : 09 Jun 2024, 10:04 AM
রাজধানীর বারিধারায় ফিলিস্তিন দূতাবাসের নিরাপত্তাকর্মীদের কক্ষে পুলিশ সদস্যের গুলিতে আরেক সদস্য নিহত হওয়ার ঘটনা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
তিনি বলেছেন, কনস্টেবল কাউসার আহমেদের এলোপাতাড়ি গুলিতে আরেক কনস্টেবল মনিরুল ইসলামের নিহত হওয়ায় ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
“পুলিশ একটা শৃঙ্খলা বাহিনী, এই পুলিশ সদস্য কেন এ ঘটনা ঘটিয়েছে তা আমরা খতিয়ে দেখব।"
শনিবার রাত পৌনে ১২টার দিকে ফিলিস্তিন দূতাবাসের উত্তর পাশের গার্ডরুমে গুলির ওই ঘটনা ঘটে। এলোপাতাড়ি গুলির ওই ঘটনার সময় পথচারী জাপান দূতাবাসের গাড়ি চালক সাজ্জাদ হোসেন শাহরুখ গুলিবিদ্ধ হন। তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাত আড়াইটার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে আহত সাজ্জাদকে দেখতে হাসপাতালে যান পুলিশ প্রধান।
ঘটনাস্থলে আইজিপি বলেন, “আহত সাজ্জাদকে জিজ্ঞাসা করে ঘটনা বিস্তারিত জানার চেষ্টা করা হবে।”
ঘটনার পরপরই কনস্টেবল কাউসার আহমেদকে নিরস্ত্র করা হয়েছে জানিয়ে তিনি বলেন, তাকে আইনের আওতায় নেওয়া হয়েছে।
“অপরাধ যেই করুক- এ বিষয়ে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। কাউসারের কাছে গুলি করে হত্যার কারণ জানাতে চাওয়া হবে।"
কাউসারকে নিরস্ত্র করার পর ঘটনাস্থল থেকে ২০ রাউন্ড গুলির খোসা উদ্ধার করে পুলিশ। অস্ত্র থাকায় তাকে নিরস্ত্র করতে বেশ সময় লাগে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
গুলশান থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, মানসিক ভারসাম্য হারিয়ে ওই পুলিশ সদস্য এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর কূটনৈতিক পাড়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে জানিয়েছেন তিনি।
বারিধারায় পুলিশের গুলিতে আরেক পুলিশ সদস্য নিহত