Published : 10 Jul 2025, 12:23 AM
আলিম ইংরেজি দ্বিতীয় পত্র ও এইচএসসি ভোকেশনাল, বিএমটি ও ডিপ্লোমা ইন কমার্সের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
কুমিল্লা অঞ্চলে বন্যার কারণে পরীক্ষা স্থগিতের কথা জানিয়েছেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।
বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “অন্যান্য দিনের পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে। আমাদের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড কেন্দ্রীয়ভাবে সারা দেশে পরীক্ষা পরিচালনা করে, একটি অঞ্চলের পরীক্ষা স্থগিত করার সুযোগ নেই। তাই সারা দেশে আলিমের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।”
কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবুল কালাম আজাদ বৃহস্পতিবারের এইচএসসি ভোকেশনাল, বিএম-বিএমটি, ডিপ্লোমা ইন কমার্সসহ উচ্চমাধ্যমিক পর্যায়ের অন্যান্য পরীক্ষাগুলো স্থগিত তথ্য দেন।
তিনি বলেন, “অন্যান্য দিনের পরীক্ষা আগের সূচি অনুযায়ী চলবে।”
বৃহস্পতিবার এইচএসসি বিএম-বিএমটির দ্বাদশ শ্রেণির অফিস ম্যানেজমেন্ট, একাদশ শ্রেণির অর্থ দ্বিতীয় বাণিজ্যিক ভূগোল, এইচএসসি ভোকেশনালের দ্বাদশ শ্রেণির ট্রেড-১ দ্বিতীয় পত্র, একাদশ শ্রেণির ট্রেড-১ প্রথম পত্র, ডিপ্লোমা ইন কমার্সের দ্বাদশ শ্রেণির ব্যবসায় সংগঠন, একাদশ শ্রেণির অফিস ম্যানেজমেন্ট ও অটোমেশন বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল।
এর আগে বন্যার কারণে শুধু কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। এ বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন বলেন, পরীক্ষার নতুন তারিখ পরে ঘোষণা করা হবে।
বৃহস্পতিবার এইচএসসির পদার্থবিজ্ঞান প্রথমপত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র এবং যুক্তিবিদ্যা প্রথমপত্র পরীক্ষা হওয়ার কথা ছিল।