Published : 16 Jan 2024, 07:38 PM
বিএনপি নেতা আমিনুল হককে পল্টন থানার দুই মামলায় কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
পুলিশের করা রিমান্ড এবং আমিনুলের জামিন আবেদন নাকচ করে দিয়ে ঢাকার মহানগর হাকিম তাহমিনা হক মঙ্গলবার এ আদেশ দেন।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব সাবেক ফুটবলার আমিনুলকে এদিন আদালতে হাজির পল্টন থানার এক মামলায় ১০ দিন এবং আরেক মামলায় সাত দিনের রিমান্ড নেওয়ার আবেদন করে পুলিশ।
অন্যদিকে আমিনুলের পক্ষে অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম ও সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ রিমান্ডের বিরোধিতা করে জামিনের আবেদন করেন।
দুই পক্ষের বক্তব্য শুনে বিচারক দুই আবেদনই নাকচ করে দেন এবং আমিনুলকে দুই দিন কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন বলে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এস আই আলমগীর হোসেন জানান।
এর আগে গত ১৪ জানুয়ারি পল্টনের কালভার্ট রোডে নাশকতার মামলায় আমিনুলকে এক দিন কারা ফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিল আদালত।
২ নভেম্বর বৃহস্পতিবার ভোরে গুলশানের একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ আমিনুলকে ‘তুলে নিয়ে যায়’ বলে অভিযোগ করেছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
পরদিন আদালত পল্টন থানার একটি মামলায় তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ড শেষে ১০ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়।
এরপর থেকে তিনি কারাগারে আছেন।