Published : 10 Jul 2025, 09:50 PM
সাংগঠনিক কাজে অবহেলার দায়ে জাতীয়তাবাদী ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আটজন নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
কেন্দ্রীয়ভাবে সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সোমবার এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
তারা হলেন- যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন ও সাঈদ হাসান ইমন; আহ্বায়ক কমিটির সদস্য মো. রবিউল ইসলাম, জাকির হোসেন রানু, রাকিব হোসেন, ওবায়দুল ইসলাম, আহমেদুল কবীর বাঁধন ও মেহেদী হাসান মিরাজ।
কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের পাঠানো বিজ্ঞপ্তিতে আহ্বায়ক কমিটির এসব নেতার অব্যাহতির কারণ হিসেবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক দায়িত্বে অবহেলার কথা বলা হয়েছে।
তবে কী ধরনের দায়িত্ব পালনে তারা অবহেলা করেছিলেন তা বলা হয়নি বিজ্ঞপ্তিতে।