১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

চট্টগ্রামে গণজাগরণের আহ্বান মাহতাবের
“প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের যে অভাবনীয় দৃশ্যমান উন্নয়ন করেছেন তা নজিরবিহীন। প্রধানমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব নেওয়ার পর আমাদেরকে পেছনে ফিরে তাকাতে হয়নি। প্রাকৃতিক দুর্যোগ ও বৈশ্বিক মন্দা পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ বারবার ঘুরে দাঁড়িয়েছে।”সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, “যারা অসৎ উদ্দেশ্যে সরকার পতনের ডাক দিয়েছেন, তারা দেশের উন্নয়ন দেখেও দেখেন না। কারণ তাদের মগজের ঘাটতি রয়েছে। আজ উদ্দেশ্যপ্রণোদিতভাবে মহল বিশেষ ষড়যন্ত্রমূলকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিকল্পিতভাবে গুজব ছড়াচ্ছেন।”সভায় মহানগর আওয়ামী লীগ নেতাদের পাশাপাশি ৪১টি প্রশাসনিক ওয়ার্ড ও তিনটি সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক উপস্থিত ছিলেন।বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরআর